মাধ্যমিক রুটিন 2023: বিস্তারিতভাবে জেনে নাও
August 12, 2022Saas দ্বারা AI আনলক করা
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। 2023 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন (Madhyamik Registration 2023) কীভাবে করতে হবে এই নিবন্ধটিতে আলোচনা করা হয়েছে।
পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা নামে পরিচিত। দশম শ্রেণীতে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলিতে নথিভুক্ত শিক্ষার্থীরা এই পরীক্ষাটি দিতে পারে। নথিভুক্ত করার পদ্ধতিকেই রেজিস্ট্রেশন (Registration) বলা হয়। মাধ্যমিক পরীক্ষার জন্য সাধারণত নবম শ্রেণীতেই স্কুল থেকে রেজিস্ট্রেশন করানো হয়। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ করা বাধ্যতামূলক।
2023 মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন (Madhyamik Registration 2023) করতে বোর্ডের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীদের বোর্ড দ্বারা নির্ধারিত সময়সীমার মধ্যে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন 2023 (WB Madhyamik Registration 2023) সম্পূর্ণ করতে হবে। কবে রেজিস্ট্রেশন হবে এবং কতদিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এই সমস্ত তথ্য বোর্ডের তরফ থেকে তাদের অধীনস্থ স্কুলগুলিতে জানানো হবে। ফর্ম জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক শিক্ষার্থীকে একটি রেজিস্ট্রেশন কার্ড (Madhyamik Registration Card) বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Madhyamik Registration Certificate) দেওয়া হবে যাতে প্রত্যেক শিক্ষার্থীর একটি পৃথক রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে।
Regular candidate এর জন্য, সাধারণত সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ দ্বারাই মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন (WBBSE Registration) করার উদ্যোগ নেওয়া হয়। কোনও রকম ভুল যাতে না হয় তাই পরীক্ষার্থীদের উচিত স্কুল কর্তৃপক্ষের নির্দেশনায় আবেদনপত্র পূরণ করা। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফর্মের তথ্য পরে অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট প্রস্তুত করতে ব্যবহৃত হয়। শুধুমাত্র যে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে তারাই সময়মতো তাদের অ্যাডমিট কার্ড পাবে।
প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের বোর্ডের কাছে রেজিস্ট্রেশন ফর্মের জন্য অনুরোধ বা আবেদন করতে হবে। প্রাইভেট বা ডিস্টেন্সে পড়ছে এমন শিক্ষার্থীরা পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষের থেকে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে পারবে। তাই শিক্ষার্থীদের তাদের পরীক্ষা কেন্দ্রের (examination centres) সাথে যোগাযোগ রাখতে হবে। পশ্চিমবঙ্গ বোর্ড মাধ্যমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সমস্ত বিভাগের শিক্ষার্থীদের আবেদনপত্র পূরণ করে স্কুল বা পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষকের কাছে নির্ধারিত ফি জমা দিতে হবে।
মাধ্যমিক রেজিস্ট্রেশন ফর্ম (Madhyamik Registration Form) পূরণ করার সময় যা যা খেয়াল রাখা উচিত-
বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ( West Bengal Board Of Secondary Education ) (WBBSE) |
---|---|
শিক্ষাবর্ষ | 2022-2023 |
পরীক্ষার নাম | WBBSE মাধ্যমিক পরীক্ষা / West Bengal Madhyamik Pariksha |
পরীক্ষা শুরু হওয়ার তারিখ | ফেব্রুয়ারি 23, 2023 |
পরীক্ষা শেষ হওয়ার তারিখ | মার্চ 4, 2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | wbbse.org |
মাধ্যমিক রেজিস্ট্রেশন ফর্ম (Madhyamik Registration Form) সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমে বোর্ডে জমা দেওয়ার পর বোর্ড স্কুলগুলিতে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাঠাবে যা পরীক্ষার্থীদের স্কুল থেকেই সংগ্রহ করতে হবে। মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Madhyamik Registration Certificate) একজন মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ একটি নথি। পরীক্ষার্থীদের এটি অত্যন্ত যত্ন সহকারে ভবিষ্যতে ব্যবহারের জন্য রেখে দিতে হবে। মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Madhyamik Registration Card) হাতে পাওয়ার পর দেখে নেওয়া প্রয়োজন যে সার্টিফিকেটে সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা যেমন, নামের বানান, স্কুল, বিষয়, ইত্যাদি। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যা যা উল্লেখ করা থাকবে নিচে দেওয়া হল।
এবার আলোচনা করা যাক যে মাধ্যমিক 2023 রেজিস্ট্রেশন সার্টিফিকেটে (2023 Madhyamik Registration Certificate) যদি কোনও ভুল থাকে তাহলে কী করা উচিত। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনও ভুল থাকলে পরীক্ষার্থীদের প্রথমেই সেটা স্কুল কর্তৃপক্ষের নজরে আনতে হবে। স্কুলের মাধ্যমে মাধ্যমিক রেজিস্ট্রেশন সংশোধন শংসাপত্রের (Madhyamik Registration Correction Form) আবেদন করতে হবে এবং আবেদনপত্রটি পূরণ করে বোর্ড দ্বারা নির্ধারিত চূড়ান্ত তারিখের আগেই স্কুলের মাধ্যমে জমা দিতে হবে বা কাউন্সিলের আঞ্চলিক অফিসে জমা দিতে হবে। রেফারেন্স হিসাবে WBBSE সংশোধন আবেদনপত্র কীভাবে ডাউনলোড করবে নিচে দেওয়া হয়েছে।
এখানে মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশোধনের আবেদনপত্র (WBBSE Registration Certificate Correction Form) ডাউনলোড করার পদ্ধতি ধাপে ধাপে দেখানো হয়েছে।
প্রথম ধাপ- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbbse.wb.gov.in/ -এ ক্লিক করো।
দ্বিতীয় ধাপ- ডান দিকে ডাউনলোড বিকল্পে ক্লিক করো।
তৃতীয় ধাপ- রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশোধনের আবেদনপত্রের (Application form for Correction of Registration Certificate) লিঙ্কে ক্লিক করো। বা এখানে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে- https://wbbse.wb.gov.in/Web/PdfViewer?l=MTI2 – ক্লিক করো। (Madhyamik Registration Form PDF – Correction)
চতুর্থ ধাপ- রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশোধনের আবেদনপত্র খুলে যাবে। উপরে ডান দিকে ডাউনলোড অপশনে ক্লিক করো।
সংশোধন সম্পর্কিত নির্দেশাবলী জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।
https://wbbse.wb.gov.in/Web/WBBSERecordCorrection?l=GmOMh4ieAsfBrSunLPBveA==
মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট ( Madhyamik Registration Card ) হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি যা ভবিষ্যতে পরীক্ষার্থীদের বিভিন্ন কাজে প্রয়োজন হবে। তাই, প্রত্যেক পরীক্ষার্থীর এটি অতি সাবধানে এবং যত্ন করে রাখা উচিত। যদি আসল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি হারিয়ে যায়, চুরি হয়ে যায় বা কোনও কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে পরীক্ষার্থীরা মাধ্যমিক ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে । ক্ষতিগ্রস্ত হলে, ক্ষতিগ্রস্ত সার্টিফিকেটও জমা দিতে হবে। কোনও কারণে কোনও পরীক্ষার্থী যদি নিজের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে ফেলে তাহলে কী কী করতে হবে এই বিভাগে আলোচনা করা হবে।
অবশ্যই প্রথমে পরীক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো প্রয়োজন। স্কুলের সাহায্যে বোর্ডের ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট চেয়ে আবেদনপত্র ( Application Form for Issue of Duplicate Registration Certificate ) পূরণ করে স্কুলের মাধ্যমে কাউন্সিল অফিসে জমা দিতে হবে। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আবেদনপত্র বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও উপলব্ধ। সেখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা যাবে। এর পরে, আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিতে হবে। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য ফি লাগে 100/- টাকা।
মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Madhyamik Registration Card) হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি যা ভবিষ্যতে পরীক্ষার্থীদের বিভিন্ন কাজে প্রয়োজন হবে। তাই, প্রত্যেক পরীক্ষার্থীর এটি অতি সাবধানে এবং যত্ন করে রাখা উচিত। যদি আসল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি হারিয়ে যায়, চুরি হয়ে যায় বা কোনও কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে পরীক্ষার্থীরা মাধ্যমিক ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে । ক্ষতিগ্রস্ত হলে, ক্ষতিগ্রস্ত সার্টিফিকেটও জমা দিতে হবে। কোনও কারণে কোনও পরীক্ষার্থী যদি নিজের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে ফেলে তাহলে কী কী করতে হবে এই বিভাগে আলোচনা করা হবে।অবশ্যই প্রথমে পরীক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো প্রয়োজন। স্কুলের সাহায্যে বোর্ডের ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট চেয়ে আবেদনপত্র (Application Form for Issue of Duplicate Registration Certificate) পূরণ করে স্কুলের মাধ্যমে কাউন্সিল অফিসে জমা দিতে হবে। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আবেদনপত্র বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও উপলব্ধ। সেখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা যাবে। এর পরে, আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিতে হবে। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য ফি লাগে 100/- টাকা।
এখানে মাধ্যমিক পরীক্ষার ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আবেদনপত্র ডাউনলোড করার পদ্ধতি ধাপে ধাপে দেখানো হয়েছে।.
প্রথম ধাপ– পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা West Bengal Board of Secondary Education (WBBSE) এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbbse.wb.gov.in/ -এ ক্লিক করো।
দ্বিতীয় ধাপ– ডান দিকে ডাউনলোড বিকল্পে ক্লিক করো।
তৃতীয় ধাপ– ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আবেদনপত্রের (Application Form for Issue of Duplicate Registration Certificate) লিঙ্কে ক্লিক করো। বা এখানে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে- https://wbbse.wb.gov.in/Web/PdfViewer?l=MTI3 – ক্লিক করো। (Madhyamik Registration Form – Duplicate)
চতুর্থ ধাপ– ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আবেদনপত্র খুলে যাবে। উপরে ডান দিকে ডাউনলোড অপশনে ক্লিক করো।
মাধ্যমিক রেজিস্ট্রেশন ( Madhyamik Registration ) সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:
Q.1. মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন কীভাবে করব?
Ans: মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করার জন্য বোর্ডের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমেই registration form ফিল আপ করে জমা দিতে হয়। ফর্ম জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক শিক্ষার্থীকে একটি registration card বা registration certificate দেওয়া হবে যাতে প্রত্যেক শিক্ষার্থীর একটি পৃথক registration number দেওয়া থাকবে।
Q.2. মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ফর্ম কীভাবে ডাউনলোড করব?
Ans: মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ফর্ম সাধারণত সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমেই বোর্ড থেকে নির্ধারিত সময় দেওয়া হয়। স্কুল থেকেই একজন শিক্ষার্থীকে মাধ্যমিকের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে।
Q.3. Madhyamik রেজিস্ট্রেশন সার্টিফিকেট কবে দেওয়া হবে ?
Ans: WBBSE মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পরীক্ষার আগে বোর্ড দ্বারা নির্ধারিত সময় স্কুলের মাধ্যমে দেওয়া হবে।
Q.4. Madhyamik Exam Registration Certificate ভুল থাকলে কী করব?
Ans: মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ভুল থাকলে প্রথমেই সেটা স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে এবং মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সংশোধন আবেদনপত্র জমা দিয়ে ভুল সংশোধন করিয়ে নিতে হবে।
Q.5. মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশোধন ফর্ম কোথা থেকে ডাউনলোড করব?
Ans: মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশোধন ফর্ম WBBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এই বিষয়ে বিশদে জানতে এই নিবন্ধটি পড়ো।
Q.6. মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে গেলে কী করতে হবে?
Ans: রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে গেলে সবচেয়ে আগে নিজের স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট চেয়ে স্কুলের মাধ্যমে কাউন্সিলের কাছে আবেদন জমা দিতে হবে। এই বিষয়ে বিশদে জানতে এই নিবন্ধটি পড়ো।
Q.7. মাধ্যমিক পরীক্ষার জন্য ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের form কীভাবে ডাউনলোড করব?
Ans: মাধ্যমিক পরীক্ষার জন্য ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আবেদনপত্র WBBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এই বিষয়ে বিশদে জানতে এই নিবন্ধটি পড়ো।
Q.8. 2023 সালের মাধ্যমিক পরীক্ষা কবে হবে ?
Ans আগামী বছর WBBSE-এর ঘোষণা অনুসারে ফেব্রুয়ারি 23, 2023 তারিখে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং মার্চ 4, 2023 তারিখে পরীক্ষা শেষ হবে।
মাধ্যমিক রেজিস্ট্রেশন 2023 সম্পর্কে আপডেট পেতে এবং লেটেস্ট নিউজ সম্পর্কে অবগত থাকতে Embibe এর সাথে যুক্ত থাকো। আশা করি মাধ্যমিক রেজিস্ট্রেশন 2023 ( Madhyamik Registration 2023 ) নিবন্ধটির মাধ্যমে তোমাকে সাহায্য করতে পারলাম। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।
Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।