
মাধ্যমিক রুটিন 2023: বিস্তারিতভাবে জেনে নাও
August 12, 2022পরীক্ষার ধরন বলতে একটি নির্দিষ্ট পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট বোর্ড দ্বারা নির্ধারিত পরীক্ষার পর্যায় অর্থাৎ লিখিত পরীক্ষা না ব্যবহারিক পরীক্ষা, মূল্যায়নের ধরন অর্থাৎ একটি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কটা পর্যায়ক্রমিক বা প্রস্তুতিকালীন মূল্যায়নের মধ্যে দিয়ে যেতে হবে, মূল্যায়নের গ্রেডিং পদ্ধতি, প্রত্যেক মূল্যায়নের জন্য নির্ধারিত নম্বর এবং মূল্যায়নের সময়সূচি সম্পর্কে আলোচনাকে বোঝানো হচ্ছে। 2023 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্ত বিদ্যালয়গুলিতে অষ্টম শ্রেণির পরীক্ষায় বসার আগে বা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করার আগে শিক্ষার্থীদের অবশ্যই পর্ষদ দ্বারা প্রকাশিত অষ্টম শ্রেণির পরীক্ষার ধরন 2023 (WBBSE Class 8 Exam Pattern 2023) সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
পরীক্ষার পর্যায়, মূল্যায়নের ধরন, মূল্যায়নের গ্রেড পদ্ধতি, ইত্যাদি সম্বন্ধে অবগত থাকলে 2023 অষ্টম শ্রেণির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের কাছে অনেক সহজ হয়ে উঠবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অষ্টম শ্রেণির পরীক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি দ্বারা চালনা করা হয়। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরের পরীক্ষার জন্য গঠিত স্বায়ত্তশাসিত পরীক্ষা, নিয়ম প্রণয়ন ও প্রবিধান, নির্দেশক কর্তৃপক্ষ। এই নিবন্ধে অষ্টম শ্রেণির পরীক্ষার ধরন 2023 (WBBSE Class 8 Exam Pattern 2023) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকে শুরু হয় এবং শেষ হয় দশম শ্রেণির শেষে একটি বোর্ড পরীক্ষার মাধ্যমে। অষ্টম শ্রেণির পরীক্ষা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের উচ্চ-প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত একটি পরীক্ষা। অতএব ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণির সমস্ত পরীক্ষা বোর্ড দ্বারা প্রণীত নির্দেশিকা অনুসরণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি দ্বারা পরিচালিত হয়। সুতরাং বোর্ডের নির্দেশিকার কাঠামো অনুসরণ করে, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি সারা বছর জুড়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণির পরীক্ষার জন্য বিভিন্ন প্রস্তুতিকালীন (Formative Assessment) এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন (Summative Assessment) পরিচালনা করে থাকে যার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়।
প্রত্যেক পরীক্ষার একটা নির্দিষ্ট ধরন থাকে এবং প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষাবর্ষের শুরুতেই পরীক্ষার ধরন সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তৈরি করা উচিত যাতে তারা সঠিক অধ্যয়ন পরিকল্পনা তৈরি করে নিতে পারে। পরীক্ষার ধরন এবং সিলেবাস জানা থাকলে কোন সময় পরীক্ষা হতে পারে এবং কত নম্বরের পরীক্ষা হবে এবং কী কী বিষয় পড়তে হবে তা অতি সহজেই তারা বুঝে নিতে পারবে।
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা নিয়ন্ত্রিত অষ্টম শ্রেণির সিলেবাসে মোট আটটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভাষার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী অনেকগুলি ভাষা থেকে নিজেদের পছন্দ মতো প্রথম ও দ্বিতীয় ভাষা নির্বাচন করে নিতে পারবে। অন্যান্য ভাষা থাকা সত্ত্বেও সাধারণত শিক্ষার্থীরা প্রথম ভাষা হিসাবে বাংলা নির্বাচন করে, দ্বিতীয় ভাষা হিসাবে ইংরাজি এবং তৃতীয় ভাষা হিসাবে হিন্দি বা সংস্কৃত নির্বাচন করে বাকি 5টি বিষয় প্রত্যেক পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। অষ্টম শ্রেণির WBBSE অনুমোদিত বিদ্যালয়ের পরীক্ষার জন্য, প্রতিটি শিক্ষার্থীকে নিম্নলিখিত বিষয়গুলি পড়তে হবে:
ক্রমিক সংখ্যা | বিষয় |
---|---|
1 | প্রথম ভাষা – (অন্যান্য অনেক বিষয় উপলব্ধ থাকা সত্ত্বেও সাধারণত বেশিরভাগ শিক্ষার্থী বাংলাকে প্রথম ভাষা বিষয় হিসাবে বেছে নেয়) |
2 | দ্বিতীয় ভাষা – (অন্যান্য অনেক বিষয় উপলব্ধ থাকলেও সাধারণত বেশিরভাগ শিক্ষার্থী দ্বিতীয় ভাষা বিষয় হিসাবে ইংরেজি বেছে নেয়) |
3 | তৃতীয় ভাষা – (অন্যান্য অনেক বিষয় উপলব্ধ থাকলেও সাধারণত বেশিরভাগ শিক্ষার্থী তৃতীয় ভাষার বিষয় হিসাবে হিন্দি বা সংস্কৃত বেছে নেয়) |
4 | গণিত |
5 | পরিবেশ ও বিজ্ঞান |
6 | পরিবেশ ও ভূগোল |
7 | পরিবেশ ও ইতিহাস |
8 | স্বাস্থ্য ও শারীরশিক্ষা |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) নিয়ম অনুযায়ী, একজন পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে সারা বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক (First, Second and Third Formative Assessment) এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের (Summative Assessment) মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং প্রত্যেকটি পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়ন পরীক্ষায় শিক্ষার্থীকে উত্তীর্ণ হতে হবে।
প্রত্যেক শিক্ষার্থীকে পর্যায়ক্রমিক মূল্যায়নে বা প্রস্তুতিকালীন মূল্যায়নে বা উভয় ক্ষেত্রেই অন্তত 25 শতাংশ নম্বর পেতে হবে এবং এর উপর ভিত্তি করেই শিক্ষার্থীদের পরবর্তী উচ্চ শ্রেণিতে উন্নীত করা হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো পাস বা ফেল নেই। সুতরাং, অধ্যয়নরত সকল অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরবর্তী উচ্চ শ্রেণিতে উন্নীত করার এই ব্যবস্থা প্রযোজ্য।
এই বিভাগে 2023 অষ্টম শ্রেণির পরীক্ষার ধরন (2023 West Bengal Board Class 8 Exam Pattern) সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এই শিক্ষাবর্ষে কীভাবে মূল্যায়ন করা হবে এখান থেকে জেনে নিতে পারবে। প্রত্যেক শিক্ষার্থীকে অন্তর্বর্তী মূল্যায়নের মধ্যে দিয়ে যেতে হবে এবং মূল্যায়নের দুটি প্রকারভেদ পর্ষদ দ্বারা ধার্য করা হয়েছে, পর্যায়ক্রমিক (Summative) এবং প্রস্তুতিকালীন (Formative)। শিক্ষার্থীরা এখান থেকে প্রতিটি বিষয়ে কোন মূল্যায়নে কত নম্বর থাকবে এবং পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জেনে নিতে পারবে।
প্রত্যেক শিক্ষাবর্ষের সিলেবাস সময়সূচির উপর নির্ভর করে এবং শিক্ষাবর্ষের প্রথম থেকে সেই সময়সূচি অনুসরণ করে বিদ্যালয়গুলিতে সিলেবাসের বিষয়গুলি পড়ানো হয় এবং তার উপর নির্দিষ্ট সময় পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি বিষয়ের জন্য, বছরে তিনবার পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং প্রস্তুতিকালীন মূল্যায়ন অনুষ্ঠিত হয়, যা নম্বর বিভাজন সহ নিম্নলিখিত সময়সূচীতে দেখানো হয়েছে:
অষ্টম শ্রেণির ক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য, বছরে তিনবার পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং প্রস্তুতিকালীন মূল্যায়ন নেওয়া হবে যার নম্বরের বিভাজন এবং সম্ভাব্য সময়সূচী নিম্নলিখিত তালিকায় দেখানো হয়েছে:
বিষয় | মূল্যায়নের ধরন | নম্বর | সময়সূচী |
---|---|---|---|
প্রথম ভাষা – বাংলা | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী পর্যায়ক্রমিক মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর | |
দ্বিতীয় ভাষা – ইংরেজি | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর | |
তৃতীয় ভাষা – হিন্দি/সংস্কৃত | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর | |
গণিত | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর | |
পরিবেশ ও বিজ্ঞান | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর | |
পরিবেশ ও ভূগোল | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর/ডিসেম্বর | |
পরিবেশ ও ইতিহাস | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর /ডিসেম্বর | |
স্বাস্থ্য ও শারীরশিক্ষা | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | 15 | এপ্রিল |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | এপ্রিল | |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 25 | আগস্ট | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | আগস্ট | |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | 70 | নভেম্বর/ ডিসেম্বর | |
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন | 100 | নভেম্বর /ডিসেম্বর |
পর্যায়ক্রমিক মূল্যায়নে সংশ্লিষ্ট বিষয়ে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। বিভিন্ন বিষয়ে পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নম্বরের বিভাজন জানার জন্য নীচের টেবিলটি দেখো:
বিষয়ের নাম | প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন |
পূর্ণমান |
---|---|---|---|---|
প্রথম ভাষা – বাংলা | 15 | 25 | 70 | 110 |
দ্বিতীয় ভাষা – ইংরাজি | 15 | 25 | 70 | 110 |
তৃতীয় ভাষা – হিন্দি / সংস্কৃত | 15 | 25 | 70 | 110 |
গণিত | 15 | 25 | 70 | 110 |
পরিবেশ ও বিজ্ঞান | 15 | 25 | 70 | 110 |
পরিবেশ ও ভূগোল | 15 | 25 | 70 | 110 |
পরিবেশ ও ইতিহাস | 15 | 25 | 70 | 110 |
শারীরিক ও কর্ম শিক্ষা | 15 | 25 | 70 | 110 |
গ্রেড | শতকরা নম্বর |
---|---|
A+ | 90% – 100% |
A | 80% – 89% |
B+ | 70% – 79% |
B | 60% – 69% |
C+ | 45% – 59% |
C | 25% – 44% |
D | 25% – এর কম |
প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের প্রস্তুতিকালীন মূল্যায়ন নিম্নলিখিত বিচার্যগুলি নিয়ে গঠিত:
বিচার্য বিষয় |
প্রথম প্রস্তুতিকালীন মূল্যায়ন | দ্বিতীয় প্রস্তুতিকালীন মূল্যায়ন | তৃতীয় প্রস্তুতিকালীন মূল্যায়ন | পূর্ণমান |
---|---|---|---|---|
অংশগ্রহণ | 20 | 20 | 20 | 60 |
প্রশ্ন এবং পরীক্ষা নিরীক্ষা | 20 | 20 | 20 | 60 |
ব্যাখ্যা এবং প্রয়োগ | 20 | 20 | 20 | 60 |
সহানুভূতি ও সহযোগিতা | 20 | 20 | 20 | 60 |
সৃজনশীল এবং নান্দনিক অভিব্যক্তি | 20 | 20 | 20 | 60 |
পূর্ণমান | 100 | 100 | 100 |
গ্রেড | নম্বর |
---|---|
A | 75 – 100% |
B | 50 – 74% |
C | 25 – 49% |
D | 25%- এর কম |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম -এই সবকটি শ্রেণিতে কোনো পাশ বা ফেল পদ্ধতি নেই। সারা বছর ধরে পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যাওয়ার পর সাধারণত সমস্ত শিক্ষার্থীকে পরবর্তী উচ্চতর শ্রেণিতে উন্নীত করা হয়। তবে সকল পরীক্ষার্থীকে প্রত্যেক বিষয় অন্তত 25 শতাংশ নম্বর তুলতে হবে, তবেই তাকে পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে।
কিন্তু যদি কোনো শিক্ষার্থীর পর্যায়ক্রমিক মূল্যায়ন বা প্রস্তুতকালীন মূল্যায়ন বা উভয় ক্ষেত্রে প্রাপ্ত নম্বর 25% এর কম হয়, তাহলে তাকে এক মাস অতিরক্ত সময় দেওয়া হয়। এই ক্ষেত্রে, শিক্ষার্থী এবং শিক্ষক উভয়েই শিক্ষার্থীর দক্ষতা উন্নত করার জন্য একসাথে কঠোর পরিশ্রম করে এবং পুনরায় শিক্ষার্থীর মূল্যায়ন করা হয়। এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষার্থী 25 শতাংশের বেশী স্কোর করতে পারছে এবং পরবর্তী উচ্চতর শ্রেণিতে উন্নীত না হচ্ছে। তাই, মধ্য শিক্ষা পর্ষদের অধীনে অধ্যয়নরত সমস্ত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরবর্তী উচ্চ শ্রেণি তথা নবম শ্রেণিতে উন্নীত হতে আপগ্রেডিং পদ্ধতিটি প্রযোজ্য।
অষ্টম শ্রেণির পরীক্ষার প্যাটার্ন (WB Class 8 Exam Pattern) সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:
Q 1. অষ্টম শ্রেণির পরীক্ষা কি বোর্ড স্তরের পরীক্ষা না বিদ্যালয় স্তরের পরীক্ষা?
Ans: পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণির পরীক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত একটি বিদ্যালয় স্তরের পরীক্ষা যা পর্ষদের নিয়ম অনুসারে বিদ্যালয় দ্বারা পরিচালিত হয়।
Q 2. WBBSE এর অধীনে অষ্টম শ্রেণিতে কতগুলি বিষয় পড়ানো হয়?
Ans: পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণিতে 8টি বিষয় পড়ানো হয়। বিস্তারিত জানতে এই নিবন্ধটি পড়ো।
Q 3. পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে অষ্টম শ্রেণিতে কোন কোন বিষয় পড়ানো হয়?
Ans: পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে অষ্টম শ্রেণিতে যে আটটি বিষয় পড়ানো হয় সেগুলি হল-
ক) প্রথম ভাষা – (সাধারণত) বাংলা, খ) দ্বিতীয় ভাষা – (সাধারণত) ইংরেজি, গ) তৃতীয় ভাষা – (সাধারণত) হিন্দি বা সংস্কৃত, ঘ) গণিত, ঙ) পরিবেশ ও বিজ্ঞান, চ) পরিবেশ ও ভূগোল, ছ) পরিবেশ ও ইতিহাস, জ) স্বাস্থ্য এবং শারীর শিক্ষা।
Q 4. অষ্টম শ্রেণির পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কি কোনো তৃতীয় ভাষা নিতে হয়?
Ans: হ্যাঁ, অষ্টম শ্রেণির পরীক্ষায় শিক্ষার্থীদের তাদের পছন্দ মতো একটি তৃতীয় ভাষা নির্বাচন করতে হয়। সাধারণত শিক্ষার্থীরা তৃতীয় ভাষা হিসাবে হিন্দি বা সংস্কৃত নির্বাচন করে থাকে।
Q 5. পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণির পরীক্ষার জন্য কোনও পাস / ফেল ব্যবস্থা আছে কি?
Ans: পশ্চিমবঙ্গ বোর্ডের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো পাস বা ফেলের ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের তিনটি ধাপের মাধ্যমে মূল্যায়ন করা হয় (পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের সমন্বয়)। সর্বক্ষেত্রে 25 শতাংশ নম্বর থাকলে সাধারণত শিক্ষার্থীদের পরবর্তী উচ্চ শ্রেণিতে উন্নীত করা হয়।
Q 6.অষ্টম শ্রেণির পরীক্ষা 2023 মূল্যায়ন কীভাবে করা হবে?
Ans: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) নিয়ম অনুযায়ী, একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সারা বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক এবং প্রস্তুতিকালীন মূল্যায়নের মাধ্যমে পর্ষদ দ্বারা শিক্ষাবর্ষের নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া হয়। অষ্টম শ্রেণির পরীক্ষার ধরন সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি পড়ো।
Q 7. অষ্টম শ্রেণির পরীক্ষায় পাস নম্বর কত?
Ans: WBBSE নিয়ম অনুসারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো পাস বা ফেল নেই। সাধারণত একজন শিক্ষার্থীকে প্রতিটি বিষয়ে 25 শতাংশ নম্বর পেতে হয়। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অধীনে অধ্যয়নরত সকল অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরবর্তী উচ্চ শ্রেণিতে উন্নীত করার ব্যবস্থা প্রযোজ্য। আরও জানতে আমাদের এই নিবন্ধটি পড়ো।
Q 8. পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণির সিলেবাস কীভাবে দেখব?
Ans: পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণির সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য Embibe এর পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণির সিলেবাস 2023 নিবন্ধটি পড়ো অথবা পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলার শিক্ষা নামক অফিসিয়াল পোর্টাল https://banglarshiksha.gov.in/ ভিজিট করো।
এই নিবন্ধে পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণির পরীক্ষার ধরন 2023 (WBBSE Class 8 Exam Pattern 2023) সম্পর্কে আলোচনা করা হয়েছে। Embibe তোমাকে অষ্টম শ্রেণির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সবরকম সাহায্য করবে। 2023 অষ্টম শ্রেণির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে এখনই Embibe অ্যাপ ডাউনলোড করো। অষ্টম শ্রেণির গণিত এবং বিজ্ঞানের বিষয়গুলির উপর অসাধারণ 3D ভিডিও দেখো এবং টেস্ট দাও।
অষ্টম শ্রেণির পরীক্ষা সম্পর্কিত আরও আপডেট পেতে এবং লেটেস্ট নিউজ সম্পর্কে অবগত থাকতে Embibe এর সাথে যুক্ত থাকো। আশা করি অষ্টম শ্রেণির এক্সাম প্যাটার্ন সম্পর্কিত এই নিবন্ধটির মাধ্যমে তোমাকে সাহায্য করতে পারলাম। এই বিষয়ে কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউট ক্লিয়ার করার যথাযথ চেষ্টা করব।
Embibe এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।