মাধ্যমিক রুটিন 2023: বিস্তারিতভাবে জেনে নাও
August 12, 2022Saas দ্বারা AI আনলক করা
প্রতিবছর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে এবং সেই সঙ্গেই সংবাদ মাধ্যম সম্ভাব্য মাধ্যমিক মেরিট লিস্ট প্রকাশ করে। সাধারণত সংবাদ মাধ্যম থেকে সকলে জানতে পারে যে প্রথম থেকে দশম স্থান পর্যন্ত কতজন কৃতী ছাত্রছাত্রীর নাম রয়েছে। এই তালিকা থেকে সকলে প্রথম থেকে দশম স্থান কতজন শিক্ষার্থী অধিকার করেছে, তাদের প্রাপ্ত নম্বর, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইত্যাদি জানতে পারে। মাধ্যমিক মেরিট লিস্ট 2023 (Madhyamik Merit List 2023) সম্পর্কে বিস্তারিত জেনে নিতে এই নিবন্ধে পড়ো।
এই নিবন্ধে মাধ্যমিক মেধা তালিকা সম্পর্কে আলোচনা করার আগে শিক্ষার্থীদের সুবিধার্থে মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালিত স্বায়ত্তশাসিত পরীক্ষা, নিয়ম প্রণয়ন ও বিধান নির্ধারণকারী, মাধ্যমিক বিদ্যালয় স্তরের পরীক্ষার কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ বোর্ডের জন্য মাধ্যমিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয় এবং দশম শ্রেণীর পরে একটি বোর্ড পরীক্ষার মাধ্যমে শেষ হয়৷ ষষ্ঠ , সপ্তম , অষ্টম ও নবম শ্রেণীর সমস্ত পরীক্ষা বোর্ড দ্বারা প্রণীত নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি দ্বারা পরিচালিত হয়। পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি, নির্দেশিকা এবং মূল্যায়ন পদ্ধতির অধীনে শিক্ষার্থীদের জন্য বোর্ড দ্বারা পরিচালিত একটি পরীক্ষা। এই পরীক্ষাটি “মাধ্যমিক পরীক্ষা” নামে পরিচিত।
মাধ্যমিক পরীক্ষা 2023 – হাইলাইটস (WB Madhyamik Pariksha 2023)
পরীক্ষার নাম | WBBSE মাধ্যমিক পরীক্ষা 2022-2023 (WBBSE Madhyamik examination 2022-2023) |
---|---|
পরিচালনকারী বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education) |
পরীক্ষা শুরু হওয়ার তারিখ | ফেব্রুয়ারি 23, 2023 |
পরীক্ষা শেষ হওয়ার তারিখ | মার্চ 4, 2023 |
পরীক্ষার সময় | 11.45 a.m. থেকে 3 p.m. |
অফিসিয়াল ওয়েবসাইট | wbbse.org |
এই নিবন্ধে মাধ্যমিক মেরিট লিস্ট 2022 (WBBSE Madhyamik Rank List 2022) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যাতে 2023 মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক মেরিট লিস্ট 2023 (WB Madhyamik Merit List 2023) সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারে। মাধ্যমিক 2022 ফলাফল এবং কৃতীদের তালিকা (WB Madhyamik Result 2022 Merit List) সম্বন্ধে জানার জন্য এই নিবন্ধটি পড়ো। এখান থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ধারণা করতে পারবে যে এই বছর ফলাফল কেমন ছিল, পাসের হার কেমন ছিল, 1 থেকে 10th র্যাঙ্কের মধ্যে কতজন ছিল, ইত্যাদি।
মাধ্যমিক Merit List 2023 সম্পর্কে ধারণা তৈরি করার জন্য এই বিভাগে শিক্ষার্থীদের সুবিধার্থে মাধ্যমিক রেজাল্ট ও মেধা তালিকা 2022 আলোচনা করা হয়েছে।
মাধ্যমিক পরীক্ষার 79 দিন পরেই পর্ষদ দ্বারা মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। 2022 সালে মার্চ 7 তারিখে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল মার্চ 16, 2022 তারিখে। জুন 3, 2022 তারিখে, সকাল 7টা নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট সকাল 10টা থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পেরেছে। পরীক্ষার রেজাল্টের সাথে সাথে মেধা তালিকাও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং কোন জেলা কেমন রেজাল্ট করেছে জানিয়ে দেওয়া হয়েছে। সেই দিনেই পর্ষদের তরফ থেকে মাধ্যমিক 2023 রুটিনও পর্ষদ দ্বারা ঘোষণা করা হয়েছে। 2022 এ মোট পাসের হার ছিল 86.06 শতাংশ। পাস করেছে মোট 9 লক্ষ 86 হাজার পরীক্ষার্থী। ছাত্রদের পাশের হার 88 শতাংশ এবং ছাত্রীদের পাশের হার 85 শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলের ক্ষেত্রে এগিয়ে ছিল পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে ছিল কালিম্পং এবং এরপর যথাক্রমে ছিল পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়্গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় 693 নম্বর পেয়ে যুগ্মভাবে শীর্ষ স্থান দখল করে দুই পরীক্ষার্থী। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। দ্বিতীয় স্থানেও রয়েছে দুজন শিক্ষার্থী। মেধাতালিকায় মোট 114 জন শিক্ষার্থী প্রথম দশে স্থান অধিকার করে নিয়েছে।
মাধ্যমিক 2022 মেধা তালিকায় (WB Madhyamik Merit List 2022) প্রথম থেকে দশম স্থানে মোট 114 জন পরীক্ষার্থীর নাম রয়েছে।
(WB Madhyamik Result 2022 Merit List) 2022 মাধ্যমিক পরীক্ষার কৃতীদের তালিকা –
পর্ষদের দ্বারা কোনো মাধ্যমিক মেধা তালিকা ঘোষণা করা হয় না। তাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো মেধা তালিকা উপলব্ধ নয় । পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করার সময় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের তালিকা সংবাদ মাধ্যমের হাতে তুলে দেয় এবং সংবাদ মাধ্যম থেকে কৃতী ছাত্রছাত্রীদের নাম ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানা যায়। সুতরাং মাধ্যমিক মেরিট লিস্ট 2023 সম্বন্ধে জানার জন্য পরীক্ষার্থীদের সংবাদ মাধ্যমে নজর রাখতে হবে।
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) দ্বারা প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার 2023 এর রুটিন সম্পর্কে জেনে নাও। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 23, 2023 এবং শেষ হবে মার্চ 4, 2023। প্রতিদিন সকাল 11টা 45 মিনিট থেকে বিকেল 3টে পর্যন্ত পরীক্ষা হবে এবং প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সুতরাং, পরীক্ষার সময়সীমা হল 3 ঘন্টা 15 মিনিট। প্রতিদিন একটি মাত্র পেপারে পরীক্ষা হবে। ২০২৩ মাধ্যমিক রুটিন নিচে দেওয়া হয়েছে।
দিন | পরীক্ষার তারিখ | বিষয় |
---|---|---|
বৃহস্পতিবার | ফেব্রুয়ারি 23, 2023 | প্রথম ভাষা |
শুক্রবার | ফেব্রুয়ারি 24, 2023 | দ্বিতীয় ভাষা |
শনিবার | ফেব্রুয়ারি 25, 2023 | ভূগোল |
সোমবার | ফেব্রুয়ারি 27, 2023 | ইতিহাস |
মঙ্গলবার | ফেব্রুয়ারি 28, 2023 | জীবনবিজ্ঞান |
বৃহস্পতিবার | মার্চ 2, 2023 | গণিত |
শুক্রবার | মার্চ 3, 2023 | ভৌতবিজ্ঞান |
শনিবার | মার্চ 4, 2023 | ঐচ্ছিক বিষয় |
শারীর শিক্ষা ও সমাজ সেবা এবং কর্ম শিক্ষার জন্য মাধ্যমিক 2023 এর রুটিন খুব শীঘ্রই ঘোষণা করা হবে।
১। প্রথম ভাষা: বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তীব্বতীয়, নেপালি, ওড়িয়া, গুরুমুখী(পাঞ্জাব), তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি
২। দ্বিতীয় ভাষা: ইংরাজি (যদি ইংরাজি ছাড়া অন্য কোনো ভাষা প্রথম ভাষা হয়), বাংলা বা নেপালি (যদি ইংরাজি প্রথম ভাষা হয়)
মাধ্যমিক মেরিট লিস্ট সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:
Q.1. Madhyamik 2022 রেজাল্ট ও মেধা তালিকা কবে ঘোষণা করা হয়েছে ?
Ans: মাধ্যমিক 2022 রেজাল্ট ও মেধা তালিকা জুন 3, 2022 তারিখে ঘোষণা করা হয়েছে। বিশদে জানতে আমাদের এই নিবন্ধটি পড়ো।
Q.2 মাধ্যমিক মেধা তালিকা কীভাবে দেখব?
Ans: পর্ষদের দ্বারা কোনো মেধা তালিকা ঘোষণা করা হয় না। তাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো মেধা তালিকা উপলব্ধ নয় । পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করার সময় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের তালিকা সংবাদ মাধ্যমের হাতে তুলে দেয় এবং সংবাদ মাধ্যম থেকে কৃতী ছাত্রছাত্রীদের নাম ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানা যায়। সুতরাং মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা সম্বন্ধে জানার জন্য পরীক্ষার্থীদের সংবাদ মাধ্যমে নজর রাখতে হবে।
Q.3. 2022 মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় এবারে কতজনের নাম ছিল?
Ans: 2022 মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে মোট 114 জন পরীক্ষার্থীদের নাম ছিল।
Q.4. মাধ্যমিক 2023 পরীক্ষা কবে থেকে শুরু হবে?
Ans: WBBSE এর ঘোষণা অনুযায়ী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারী 23, 2023 থেকে শুরু হবে এবং মার্চ 4, 2023 তারিখে শেষ হবে।
Q.5. West Bengal Board মাধ্যমিক পরীক্ষার রুটিন কোথা থেকে ডাউনলোড করব?
Ans: এই নিবন্ধে মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং এটা শিক্ষার্থীরা ডাউনলোড করেও রাখতে পারবে। এছাড়া WBBSE অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in থেকেও মাধ্যমিক 2023 রুটিন ডাউনলোড করতে পারবে।
Q.6. মাধ্যমিক পরীক্ষার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কোনটা?
Ans: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বা West Bengal Board Of Secondary Education (WBBSE) মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হল wbbse.org।
এই নিবন্ধে মাধ্যমিক মেরিট লিস্ট 2023 (West Bengal Madhyamik Merit List 2023) সম্পর্কে আলোচনা করা হয়েছে যা সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেবে। আশা করি এটি সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সহায়ক হবে। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।
মাধ্যমিক মেরিট লিস্ট 2023 সম্পর্কিত লেটেস্ট খবর এবং আপডেট পাওয়ার জন্য Embibe এর সাথে যুক্ত থাকো।
Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।