• লেখক Mouparna Sen
  • শেষবারের মত পরিবর্তন করা হয়েছিল 29-08-2022

একাদশ শ্রেণির নমুনা প্রশ্নপত্র 2023: বিস্তারিতভাবে জেনে নাও।

img-icon

স্যাম্পেল বা নমুনা পত্র (Sample Question Paper) সাধারণত পরীক্ষায় সম্ভব্য প্রশ্নপত্রের ধরণ, নম্বর বিভাজন, প্রশ্নের প্রকার, অধ্যায়ভিত্তিক প্রশ্নের সংখ্যা সম্বন্ধে পরীক্ষার্থীদের স্পষ্ট ধারণা লাভ করতে সাহায্য করে। সুতরাং পশ্চিমবঙ্গ বোর্ড একাদশ শ্রেণীর পরীক্ষার (West Bengal Board Class 11 Examination) জন্য প্রস্তুতি নেওয়ার শুরুতেই ছাত্রছাত্রীদের সংসদ দ্বারা প্রকাশিত নমুনা পত্র (WBCHSE Class 11 Sample Question Paper 2023) অবশ্যই দেখা প্রয়োজন। এই নিবন্ধে একাদশ শ্রেণির নমুনা প্রশ্নপত্র 2023 (WBCHSE Class 11 Sample Question Paper 2023) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।  

একাদশ শ্রেণির স্যাম্পেল প্রশ্নপত্র 2023 (WBCHSE Class 11 Sample Question Paper 2023) : বিবরণ ও বৈশিষ্ট্য

পশ্চিমবঙ্গ বোর্ডের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) দ্বারা পরিচালিত হয়। সুতরাং, এটিই একাদশ এবং দ্বাদশ শ্রেণির সিলেবাস, পরীক্ষার ধরণ, প্রশ্নপত্রের ধরণ, ইত্যাদি নির্ধারণ করে। নমুনা প্রশ্নপত্র আগে থেকে দেখা থাকলে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে অনেক সুবিধা হতে পারে।  একাদশ শ্রেণির স্যাম্পেল প্রশ্নপত্র (WBCHSE Class 11 Sample Question Paper) থেকে  শিক্ষার্থীরা জেনে নিতে পারবে যে বোর্ডের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রশ্নের কাঠামো কেমন হতে পারে, অধ্যায়ভিত্তিক প্রশ্নের সংখ্যা কী থাকতে পারে,  নম্বর বিভাজন কীভাবে করা হবে, প্রশ্নের প্যাটার্ন কী হবে, কী কী ধরণের অর্থাৎ কটা একাধিক বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ), কটা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (VSA), কটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ) এবং কটা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (LAQ) থাকবে। শিক্ষার্থীরা বুঝতে পারবে যে প্রশ্ন কীভাবে করা হতে পারে। নমুনা প্রশ্নপত্র (WBCHSE Class 11 Sample Question Paper) অনুসরণ করে প্রস্তুতি নিলে ছাত্রছাত্রীরা প্রস্তুতিতে অনেক এগিয়ে থাকবে এবং সময়ের সাথে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এই নমুনাপত্রগুলিতে বাংলা এবং ইংরাজি দুই ভাষাতেই প্রশ্ন প্রদান করা হয়েছে।

এছাড়া, একজন একাদশ শ্রেণির শিক্ষার্থী হিসাবে ছাত্রছাত্রীরা একইসঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষারও প্রস্তুতিও নেয়।  তাই, সংসদ একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক ও রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স ও সর্বভারতীয় প্রতিযোগমূলক প্রবেশিকা পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করবে তাদের কথা ভেবে নমুনা প্রশ্নপত্রের (WBCHSE Sample Question Paper) উপর বই প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে এই বইগুলিতে বাংলা ইংরাজি পরিভাষা দেওয়া হয়েছে। এই বইগুলির বৈশিষ্ট্য হল-

  1. প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ধারণাসহ সংক্ষিপ্ত ও সাধারণ তথ্যাদি
  2. প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট
  3. সঠিক ও যথাযথ উত্তর দেওয়ার টিপস ও ট্রিক্স
  4. শর্টকাট মেথডের জন্য ফর্মুলা
  5. প্রতিটি বিষয়ের উপর প্রায় 500টি MCQ প্রশ্ন ও উত্তর

2023 একাদশ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র PDF Download (WBCHSE Class 11 Sample Question Paper PDF Download 2023)

একাদশ শ্রেণির পরীক্ষার্থীরা একাদশ শ্রেণির নমুনা প্রশ্নপত্র 2023 (WBCHSE Class 11 Sample Question Paper 2023)  দুভাবে সংগ্রহ করতে পারে। স্যাম্পেল প্রশ্নপত্র (WBCHSE Class 11 Sample Question Paper) পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) দ্বারা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে  এবং সংসদের সেলস কাউন্টার থেকেও শিক্ষার্থীরা স্বল্প মূল্যে নমুনা প্রশ্নপত্রের বইগুলি সংগ্রহ করতে পারবে। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে এখন থেকেই সংসদের দ্বারা প্রকাশিত একাদশ শ্রেণির নমুনা প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার জন্য নিচে দেখানো ধাপগুলি অনুসরণ করতে হবে। 

  1. প্রথম ধাপ – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করো। https://wbchse.nic.in/ 
  2. দ্বিতীয় ধাপ – হোম পেজে স্ক্রোল করে নিচে গিয়ে ডান দিকে স্টুডেন্ট কর্নার লেখার উপরে ক্লিক করো।
  3. তৃতীয় ধাপ – নমুনা প্রশ্নপত্র অর্থাৎ  Sample Question বিকল্পটিতে ক্লিক করো।
  4. চতুর্থ ধাপ – এখানে তুমি পশ্চিমবঙ্গ বোর্ড একাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক নমুনা প্রশ্নপত্র (WBCHSE Class 11 Sample Question Papers) পেয়ে যাবে।
  5. পঞ্চম ধাপ – যে বিষয়টির নমুনা প্রশ্নপত্র (WBCHSE Class 11 Sample Question Paper) দেখতে চাও তার উপর ক্লিক করো।
  6. ষষ্ঠ ধাপ – PDF খুলে যাবে। ডান দিকের ডাউনলোড চিহ্নে ক্লিক করে নমুনা প্রশ্নপত্রটি সেভ করে রাখো।

অথবা, এই নিবন্ধে ডিরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে। ক্লিক করে সরাসরি দেখে নাও

  • সকল বিষয়ের প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 Question Pattern and Sample Question Paper) দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/html/question_pattern.html
  • জীববিদ্যার প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 Mathematics Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/bios.pdf
  • বাংলা(A) প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 Bengali Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/bnga.pdf
  • রসায়নবিদ্যা প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 Chemistry Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/chem.pdf
  • মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 Modern Computer Applications Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/coma.pdf
  • কম্পিউটার সাইন্স প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 Computer Science Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/coms.pdf
  • শিক্ষাবিজ্ঞান প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 Education Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/edcn.pdf
  • ইংরাজি(B) প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 English Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/engb.pdf
  • ভূগোল প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 Geography Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/gegr.pdf 
  • ইতিহাস প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 History Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/hist.pdf
  • দর্শন প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 History Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/phil.pdf
  • পদার্থবিদ্যা প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 Physics Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/phys.pdf
  • রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 Political Science Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/phys.pdf
  • সমাজবিদ্যা প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন (WBCHSE Class 11 Sociology Question Pattern & Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in/pdfs/socg.pdf

এছাড়াও, নিম্নলিখিত বিষয়গুলির প্রশ্নের প্যাটার্ন সংসদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। 

  • বাণিজ্য বিষয়গুলির প্রশ্নের প্যাটার্ন (WBCHSE Class 11 Commerce Question Pattern) https://wbchse.nic.in/pdfs/comm.pdf-
  • গণিত প্রশ্নের প্যাটার্ন (WBCHSE Class 11 Mathematics Question Pattern) https://wbchse.nic.in/pdfs/math.pdf । 
  • হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট প্রশ্নের প্যাটার্ন (WBCHSE Class 11 Home Management and Family Resource Management Question Pattern) https://wbchse.nic.in/pdfs/hmfr.pdf । 
  • অ্যাগ্রোনমি প্রশ্নের প্যাটার্ন (WBCHSE Class 11 Agronomy Question Pattern) https://wbchse.nic.in/pdfs/agnm.pdf
  • সংস্কৃত প্রশ্নের প্যাটার্ন (WBCHSE Class 11 Sanskrit Question Pattern) https://wbchse.nic.in/pdfs/snsk.pdf । 
  • অ্যানথ্রোপোলজি প্রশ্নের প্যাটার্ন (WBCHSE Class 11 Anthropology Question Pattern) https://wbchse.nic.in/pdfs/anth.pdf
  • স্বাস্থ্য ও শারীরশিক্ষা প্রশ্নের প্যাটার্ন (WBCHSE Class 11 Health & Physical Education Question Pattern) https://wbchse.nic.in/pdfs/phed.pdf
  • সাঁওতালী প্রশ্নের প্যাটার্ন (WBCHSE Class 11 Santali Question Pattern) https://wbchse.nic.in/pdfs/sant.pdf
  • অর্থনীতি প্রশ্নের প্যাটার্ন (WBCHSE Class 11 Economics Question Pattern) https://wbchse.nic.in/pdfs/econ.pdf
  • পরিসংখ্যানবিদ্যা প্রশ্নের প্যাটার্ন (WBCHSE Class 11 Statistics Question Pattern) https://wbchse.nic.in/pdfs/stat.pdf

একাদশ, দ্বাদশ শ্রেণি এবং প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার সমাধাসহ নমুনা প্রশ্নপত্র দেখার জন্য নিচের ডাইরেক্ট লিঙ্কগুলোতে ক্লিক করো। বিজ্ঞান ভিত্তিক বিষয় অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত এবং জীববিদ্যার জন্য চারটি পৃথক পৃথক MCQ প্যাটার্নের সমাধানসহ নমুনা প্রশ্নপত্র (MCQ type Conceptual Sample Questions with Solutions) সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। গণিত, পদার্থবিদ্যা, রসায়নের জন্য পৃথকভাবে একটি করে এবং জীববিদ্যার জন্য দুটি ভাগে সমাধানসহ নমুনা প্রশ্নপত্র সংসদের ওয়েবসাইটে উপলব্ধ। 

এছাড়া উচ্চ মাধ্যমিক বিজ্ঞানের নতুন সিলেবাসের উপর সংসদ একটি পৃথক  নমুনা  প্রশ্নপত্র প্রকাশ করেছে। এই বইটিতে সমাধান দেওয়া নেই। নিচে এই বইটির লিঙ্ক দেওয়া হল।

https://wbchse.nic.in//books/Sample_Question_Science.pdf

আর্টস বা কলা বিভাগের 8টি বিষয়কে 2টি Set-এ বিভক্ত করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস এবং  শিক্ষাবিজ্ঞান -এই চারটি বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে ভলিউম-I এবং ভূগোল, অর্থনীতি, সংস্কৃত এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এই চারটি বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে ভলিউম-II

  • আর্টস ভলিউম I নমুনা প্রশ্নপত্র (Arts Volume I Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in//books/Arts_Vol_I.pdf
  • আর্টস ভলিউম II নমুনা প্রশ্নপত্র (Arts Volume II Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in//books/Arts_Vol_II.pdf

 ইংরাজির জন্য আলাদা করে সমাধানসহ নমুনা প্রশ্নপত্র  প্রকাশ করা হয়েছে। 

  • ইংরাজি নমুনা প্রশ্নপত্র (English Sample Question Paper) দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করো https://wbchse.nic.in//books/English.pdf

এছাড়া, সংসদের তরফ থেকে 2015-2019 এই পাঁচ বছরের ইংরাজি, সংস্কৃত, নিউট্রিশন, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং সমাজবিজ্ঞান বিষয়গুলির উপর সমাধানসহ প্রশ্নপত্রও প্রকাশিত হয়েছে।

পশ্চিমবঙ্গ বোর্ড একাদশ শ্রেণির রুটিন 2023 (West Bengal Class 11 Exam Dates 2023) 

পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পরীক্ষার্থীদের সর্বপ্রথম পরীক্ষার রুটিন, সিলেবাস এবং পরীক্ষার ধরণ সম্বন্ধে জেনে নিতে হবে। একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের সুবিধার্থে এই বিভাগে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা ঘোষণা করা 2023 একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার রুটিন (WB Class 11 Annual Examination 2023) দেওয়া হয়েছে। 

দিন পরীক্ষার তারিখ বিষয়
মঙ্গলবার মার্চ 14, 2023 Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Gujarati, Punjabi
বৃহস্পতিবার মার্চ 16, 2023 English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English
শুক্রবার মার্চ 17, 2023 # Health Care, #Automobile, #Organized Retailing, #Security, #IT and ITES, # Electronics, # Tourism & Hospitality, # Plumbing, # Construction, #Apparel, #Beauty and Wellness, #Agriculture, #Power – VOCATIONAL SUBJECTS
শনিবার মার্চ 18, 2023 Biological Science, Business Studies, Political Science
সোমবার মার্চ 20, 2023 Mathematics, Psychology, Anthropology, Agronomy, History
মঙ্গলবার মার্চ 21, 2023 Computer Science, Modern Computer Application, Environmental Studies, #Health & Physical Education, #Music, #Visual Arts
বুধবার মার্চ 22, 2023 Commercial Law and Preliminaries of Auditing, Philosophy, Sociology
বৃহস্পতিবার মার্চ 23, 2023 Physics, Nutrition, Education, Accountancy
শুক্রবার মার্চ 24, 2023 Economics
শনিবার মার্চ 25, 2023 Chemistry, Journalism & Mass Communication, Sanskrit, Persian, Arabic, French
সোমবার মার্চ 27, 2023 Statistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management

2023 একাদশ শ্রেণীর স্যাম্পেল প্রশ্নপত্র সম্পর্কিত FAQs (WBCHSE Class 11 Sample Question Paper 2023 FAQs) : 

একাদশ শ্রেণীর স্যাম্পেল প্রশ্নপত্র (West Bengal Board Class 11 Sample Question Paper) সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:

Q.1. একাদশ শ্রেণীর স্যাম্পেল প্রশ্নপত্র কি প্রকাশ করা হয়েছে?

Ans: হ্যাঁ, একাদশ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংসদ দ্বারা প্রকাশিত একাদশ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র সম্পর্কে এই নিবন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।  বিস্তারিত জানার জন্য এই নিবন্ধটি পড়ো।

Q.2. একাদশ শ্রেণীর বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র কোথায় পাব? 

Ans: একাদশ শ্রেণীর বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যার জন্য পৃথকভাবে একটি করে নমুনা প্রশ্নপত্র সংসদ থেকে প্রকাশ করা হয়েছে। আমাদের এই নিবন্ধে সংসদ দ্বারা প্রকাশিত নমুনা প্রশ্নপত্রের ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে। 

Q.3. সংসদ কি একাদশ শ্রেণীর ইংরাজির জন্য কোনও নমুনা প্রশ্নপত্র প্রকাশ করেছে? 

Ans: হ্যাঁ, WBCHSE উচ্চ মাধ্যমিক ইংরাজির জন্য পৃথকভাবে নমুনা প্রশ্নপত্র প্রকাশ করেছে যা WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ। শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারে বা সংসদের সেলস কাউন্টার থেকে স্বল্প মূল্যে কিনতে পারে।

Q.4. সংসদ দ্বারা প্রকাশিত একাদশ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র কীভাবে ডাউনলোড করতে হবে?

Ans: WBCHSE দ্বারা প্রকাশিত একাদশ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এই নিবন্ধটিতে ধাপে ধাপে দেখানো হয়েছে কীভাবে শিক্ষার্থীরা এই নমুনা প্রশ্নপত্র ডাউলোড করতে পারবে। জানার জনে এই নিবন্ধটি পড়ো। 

Q.5. একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কোনটা?

Ans: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) একাদশ শ্রেণীর পরীক্ষা পরিচালনা করে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হল https://wbchse.nic.in/

এই নিবন্ধে পশ্চিমবঙ্গ বোর্ড একাদশ শ্রেণির নমুনা প্রশ্নপত্র 2023 (West Bengal Board Class 11 Sample Question Paper 2023) সম্পর্কে আলোচনা করা হয়েছে যা সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র এবং উত্তর দেওয়ার পদ্ধতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেবে। আশা করি এটি সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সহায়ক হবে। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। একাদশ শ্রেণির নমুনা প্রশ্নপত্র 2023 সম্পর্কিত লেটেস্ট খবর এবং আপডেট পাওয়ার জন্য Embibe  এর সাথে যুক্ত থাকো।

Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।

Embibe-এর 3D লার্নিং, বইয়ের থেকে প্র্যাক্টিস, টেস্ট এবং ডাউট রেজোলিউশানের মাধ্যমে তোমার বেস্টটা অ্যাচিভ করো