
উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন 2023: বিস্তারিতভাবে জেনে নাও
August 16, 2022প্রত্যেক পরীক্ষার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গ বোর্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)। সংসদ থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, ধরন, যোগ্যতা, ইত্যাদি নির্ধারন করা হয়। এই নিবন্ধে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষার্থীর কী কী যোগ্যতা (WBCHSE Eligibility Criteria) প্রয়োজন সেই বিষয়ে আলোচনা করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যোগ্যতার মানদণ্ড 2023 (West Bengal HS Eligibility Criteria 2023) সম্পর্কে জানতে এই নিবন্ধটি পড়ো।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) পরীক্ষার্থীদের জন্য কয়েকটি যোগ্যতার মানদণ্ড(HS Eligibility criteria) নির্ধারণ করেছে যার উপর নির্ভর করে যে একজন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে কিনা। এই বিভাগে সেই যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (2023 HS Examination) বসার জন্য (রেগুলার) শিক্ষার্থীদের (Regular Candidates) নিম্নলিখিত যোগ্যতাগুলি (Eligibility) পূরণ করতে হবে-
অসুস্থতার বা কোনও গুরুত্বপূর্ণ কারণে কোনও শিক্ষার্থীর অ্যাটেনডেন্সে যদি 25 শতাংশ ঘাটতি থাকে তাহলে কাউন্সিল দ্বারা নির্ধারিত ফি দিয়ে তারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে।
50 শতাংশের নিচে অ্যাটেনডেন্স থাকলে কোনও শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তাদেরকে আবার একদাশ বা দ্বাদশ শ্রেণীতে ক্লাস করতে হবে এবং পরের বছর পরীক্ষায় বসার জন্য তাকে অন্তত সর্বনিম্ন শতাংশ অ্যাটেনডেন্স রাখতে হবে।
এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে কন্টিনিউইং ক্যান্ডিডেট (Continuing Candidate) এবং স্পেশাল ক্যান্ডিডেটদের (Special Candidate) যোগ্যতা জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করো।
https://wbchse.nic.in/legislation/examination_legislation_06.pdf
একজন পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বসার অনুমতি কাউন্সিল প্রত্যাহার করতে পারে যদি –
এই রকমের কোনও পরিস্থিতি হলে আগে পরীক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে নিজের বক্তব্য রাখার। তারপরেই কাউন্সিল সিদ্ধান্ত জানাবে।
দ্বাদশ শ্রেণীতে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলিতে নথিভুক্ত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার (WB HS Exam) উপযোগী। রেজিস্ট্রেশন করার জন্য বোর্ডের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমেই registration form ফিল আপ করে জমা দিতে হয়। ফর্ম জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক শিক্ষার্থীকে একটি রেজিস্ট্রেশন কার্ড (HS Registration Card) বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট (HS Registration Certificate) দেওয়া হয় যাতে প্রত্যেক শিক্ষার্থীর একটি পৃথক রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকে।
রেগুলার পরীক্ষার্থীদের (Regular candidates) জন্য, সাধারণত সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ দ্বারাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করার উদ্যোগ নেওয়া হয়। কোনও রকম ভুল যাতে না হয় তাই পরীক্ষার্থীদের উচিত স্কুল কর্তৃপক্ষের নির্দেশনায় আবেদনপত্র পূরণ করা। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফর্মের তথ্য পরে অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট প্রস্তুত করতে ব্যবহৃত হয়। শুধুমাত্র যে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে তারাই সময়মতো তাদের অ্যাডমিট কার্ড পাবে।
প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের বোর্ডের কাছে রেজিস্ট্রেশন ফর্মের জন্য অনুরোধ বা আবেদন করতে হয়। প্রাইভেট বা ডিস্টেন্সে পড়ছে এমন শিক্ষার্থীরা পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষের থেকে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে পারবে। তাই শিক্ষার্থীদের তাদের পরীক্ষা কেন্দ্রের (examination centres) সাথে যোগাযোগ রাখতে হবে। পশ্চিমবঙ্গ বোর্ড উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সমস্ত বিভাগের শিক্ষার্থীদের আবেদনপত্র পূরণ করে স্কুল বা পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষকের কাছে নির্ধারিত ফি জমা দিতে হবে।
এই বছর, সংসদ 10ই জুন, 2022 তারিখে উচ্চ মাধ্যমিক 2021-22 এর ফলাফল ঘোষণা করেছে। একই সঙ্গে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 (WB HS Exam Routine 2023) ঘোষণা করে জানিয়ে দেওয়া হয় যে মার্চ 14, 2023 থেকে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023 (WB HS Examination 2023) শুরু হবে।
বোর্ড | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) |
---|---|
শিক্ষাবর্ষ | 2022-2023 |
পরীক্ষার নাম | দ্বাদশ শ্রেণী / উচ্চ মাধ্যমিক / Higher Secondary |
পরীক্ষা শুরু হওয়ার তারিখ | মার্চ 14, 2023 |
পরীক্ষা শেষ হওয়ার তারিখ | মার্চ 27, 2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://wbchse.nic.in/ |
উচ্চ মাধ্যমিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:
Q.1. উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কী কী যোগ্যতা থাকা দরকার ?
Ans: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) পরীক্ষার্থীদের জন্য কয়েকটি যোগ্যতার মান্দণ্ড নির্ধারণ করেছে যার উপর নির্ভর করে যে একজন পশ্চিমবঙ্গ বোর্ড দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে কিনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এই নিবন্ধটি পড়ো।
Q.2. উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য কত শতাংশ অ্যাটেনডেন্স থাকতে হবে?
Ans: উচ্চমাধ্যমিক 2023 পরীক্ষায় বসার জন্য উচ্চমাধ্যমিক কোর্সের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আলাদা আলাদাভাবে মোট ক্লাসের 75 শতাংশ উপস্থিতি/ অ্যাটেনডেন্স (attendance) থাকতে হবে।
Q.3. আমার যদি দ্বাদশ শ্রেণীতে 75 শতাংশ অ্যাটেনডেন্স না থাকে তাহলে কী আমি HS পরীক্ষায় বসতে পারব না?
Ans: উচ্চ মাধ্যমিক 2023 পরীক্ষায় বসার জন্য দ্বাদশ শ্রেণীতে মোট ক্লাসের 75 শতাংশ উপস্থিতি/ অ্যাটেনডেন্স (attendance) থাকা বাধ্যতামূলক। অসুস্থতার বা কোনও গুরুত্বপূর্ণ কারণে কোনও শিক্ষার্থীর অ্যাটেনডেন্সে যদি 25 শতাংশ ঘাটতি থাকে তাহলে কাউন্সিল দ্বারা নির্ধারিত ফি দিয়ে সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। 50 শতাংশের নিচে অ্যাটেনডেন্স থাকলে কোনও শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
Q.4. উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হয়ে গেলেই কী আমি পরীক্ষায় বসতে পারব?
Ans: না, শুধু রেজিস্ট্রেশন হয়ে গেলেই একজন পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতার প্রয়োজন যেমন, 75 শতাংশ অ্যাটেন্ডেন্স, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ইত্যাদি। বিস্তারিত জানার জন্য এই নিবন্ধটি পড়ো।
Q.5. উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড 2023 কবে দেওয়া হবে ?
Ans: উচ্চ মাধ্যমিক 2023 পরীক্ষা শুরু হওয়ার 15-20 দিন আগে উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড 2023 দেওয়া হবে।
Q.6. উচ্চ মাধ্যমিক registration certificate কবে দেওয়া হবে ?
Ans: WBCHSE উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পরীক্ষার আগে বোর্ড দ্বারা নির্ধারিত সময় স্কুলের মাধ্যমে দেওয়া হবে।
Q.7. উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023 কবে হবে ?
Ans: আগামী বছর WBCHSE-এর ঘোষণা অনুসারে মার্চ 14, 2023 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং মার্চ 27, 2023 তারিখে পরীক্ষা শেষ হবে।
Q.8. উচ্চ মাধ্যমিক 2023 রুটিন কোথা থেকে ডাউনলোড করব?
Ans: WBCHSE অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in/ থেকে উচ্চ মাধ্যমিক 2023 রুটিন ডাউনলোড করতে পারবে। অথবা আমাদের উচ্চ মাধ্যমিক 2023 রুটিন সম্পর্কিত নিবন্ধটি পড়ো।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার যোগ্যতা অর্থাৎ 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া (2023 Higher Secondary Eligibility Criteria) সম্পর্কে আপডেট পেতে এবং লেটেস্ট নিউজ সম্পর্কে অবগত থাকতে Embibe এর সাথে যুক্ত থাকো। আশা করি উচ্চ মাধ্যমিক পরীক্ষার যোগ্যতা অর্থাৎ 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া (2023 Higher Secondary Eligibility Criteria) নিবন্ধটির মাধ্যমে তোমাকে সাহায্য করতে পারলাম। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।
Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।