
উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন 2023: বিস্তারিতভাবে জেনে নাও
August 16, 2022পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরন 2023 (WB HS Exam Preparation 2023) শুরু করার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্বন্ধে সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক। উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা প্রতি বছর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) দ্বারা পরিচালিত হয়। দ্বাদশ শ্রেণীতে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নথিভুক্ত শিক্ষার্থীরা এই পরীক্ষাটি দিতে পারে। প্রতি বছর প্রায় 8.5 লক্ষ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। দ্বাদশ শ্রেণীর এই পরীক্ষাটি শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এবং আইনসহ বিভিন্ন পেশার পথ বেছে নেওয়ার ভিত্তি তৈরি করে।
10+2 শিক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকা মূল সংস্থা হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এই বোর্ডটি পরীক্ষার তারিখ, সিলেবাস, বই এবং পরীক্ষার ধরন নির্ধারণ করে। এই বছর, বোর্ড 10ই জুন, 2022 তারিখে উচ্চমাধ্যমিক 2021-22 এর ফলাফল ঘোষণা করেছে। মে 04, 2022 তারিখে WBCHSE উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন 2023 (WB HS Exam Routine 2023) ঘোষণা করে এবং জানিয়ে দেওয়া হয় যে মার্চ 14, 2023 থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023 (WB HS Examination 2023) বা দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা শুরু হবে।
WB উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ (WB HS Examination Brief)
বোর্ড | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) |
---|---|
শিক্ষাবর্ষ | 2022-2023 |
পরীক্ষার নাম | দ্বাদশ শ্রেণী / উচ্চ মাধ্যমিক / Higher Secondary |
বিষয়সমূহ | কলা, বাণিজ্য, বিজ্ঞান, ভোকেশনাল |
পরীক্ষা শুরু হওয়ার তারিখ | মার্চ 14, 2023 |
পরীক্ষা শেষ হওয়ার তারিখ | মার্চ 27, 2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://wbchse.nic.in/ |
শিক্ষার্থীদের তাদের পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে সম্পূর্ণ WB HS টেস্টের ধরন পর্যালোচনা এবং আয়ত্ত করা উচিত। শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চমাধ্যমিক সিলেবাস 2023 (WB HS Syllabus 2022-2023) এবং উচ্চ মাধ্যমিক রুটিন 2023 ডাউনলোড (WB HS Routine 2023 Download) করতে হবে এবং এর উপর ভিত্তি করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WB HS Exam) দুটি পর্যায় রয়েছে
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিম্নলিখিত নম্বরের স্কিম চালু করেছে, নতুন সিলেবাসের উপর ভিত্তি করে বিষয়ভিত্তিক নম্বর বিতরণ:
WBCHSE উচ্চ মাধ্যমিক গণিত পরীক্ষার ধরন | |
---|---|
পরীক্ষার সময়সীমা | 3 ঘন্টা 15 মিনিট |
অন্তর্বর্তী নম্বর | 20 নম্বর |
লিখিত/থিওরি নম্বর | 80 নম্বর |
মোট প্রশ্নের সংখ্যা | 30 |
MCQ (প্রতিটি 1 নম্বর) | 10 |
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (প্রতিটি 2 নম্বর) | 7 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 4 নম্বর) | 9 |
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি 5 নম্বর) | 4 |
WBCHSE উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা পরীক্ষার ধরন | |
---|---|
পরীক্ষার সময়সীমা | 3 ঘন্টা 15 মিনিট |
ব্যবহারিক/প্র্যাক্টিকাল | 30 নম্বর |
লিখিত/থিওরি | 70 নম্বর |
মোট প্রশ্নের সংখ্যা | 35 |
MCQ (প্রতিটি 1 নম্বর) | 14 |
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (প্রতিটি 1 নম্বর) | 04 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 2 নম্বর) | 05 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 3 নম্বর) | 09 |
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি 5 নম্বর) | 03 |
WBCHSE উচ্চমাধ্যমিক রসায়নবিদ্যা পরীক্ষার ধরন | |
---|---|
পরীক্ষার সময়সীমা | 3 ঘন্টা 15 মিনিট |
ব্যবহারিক/প্র্যাক্টিকাল | 30 নম্বর |
লিখিত/থিওরি নম্বর | 70 নম্বর |
মোট প্রশ্নের সংখ্যা | 35 |
MCQ (প্রতিটি 1 নম্বর) | 14 |
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (প্রতিটি 1 নম্বর) | 04 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 2 নম্বর) | 05 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 3 নম্বর) | 09 |
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি 5 নম্বর করে) | 03 |
WBCHSE উচ্চ মাধ্যমিক জীববিদ্যা পরীক্ষার ধরন | |
---|---|
পরীক্ষার সময়সীমা | 3 ঘন্টা 15 মিনিট |
ব্যবহারিক/প্র্যাক্টিকাল | 30 নম্বর |
লিখিত/থিওরি নম্বর | 70 নম্বর |
মোট প্রশ্নের সংখ্যা | 35 |
MCQ (প্রতিটি 1 নম্বর) | 14 |
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (প্রতিটি 1 নম্বর) | 04 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 2 নম্বর) | 05 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 3 নম্বর) | 09 |
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি 5 নম্বর) | 03 |
একটি লিখিত পরীক্ষা এবং একটি ব্যবহারিক পরীক্ষা সম্পূর্ণ হতে প্রতিটির জন্য 3 ঘন্টা সময় নির্ধারিত করা হয়েছে। প্রতিটি পরীক্ষার শুরুতে প্রশ্নপত্র এবং উত্তরপত্রে বিস্তারিত বিবরণ পূরণ করতে এবং নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ার জন্য 15 মিনিট আলাদা করে দেওয়া হয়। লিখিত ও ব্যবহারিক উভয় পরীক্ষাতেই কোনো নেগেটিভ মার্কিং নেই।
2022 সালের জন্য পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস (WBCHSE Syllabus) কমানো হয়েছিল। কিন্তু এই বছর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) দ্বারা সেই রকম কোনও বিজ্ঞপ্তি জারি বা ঘোষণা করা হয়নি। সুতরাং, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের 2023 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাস অনুসরণ করা উচিত। শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক সিলেবাস 2023 (WB HS Syllabus 2023) এবং মার্কিং স্কিমের সাহায্যে গুরুত্বপূর্ণ টপিকগুলি জেনে নিতে পারবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) 2023 এর উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন (WB HS Exam Routine 2023) ঘোষণা করে দিয়েছে। এই নিবন্ধ থেকে উচ্চমাধ্যমিক 2023 রুটিন (WBCHSE HS 2023 Routine) সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে। শিক্ষার্থীরা প্রত্যেকটা পরীক্ষার তারিখ এবং সময় এখান থেকে জেনে নিতে পারবে। 2023 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে মার্চ 14, 2023 এবং শেষ হবে মার্চ 27, 2023। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা বেজে 15 মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সুতরাং, পরীক্ষার মোট সময়সীমা হল 3 ঘন্টা 15 মিনিট। প্রতিদিন একটি মাত্র পেপারে পরীক্ষা হবে। কবে কোন বিষয়ের পরীক্ষা হবে নিচের তালিকায় দেওয়া রয়েছে।
দিন | বিষয় | |
---|---|---|
মঙ্গলবার | মার্চ 14, 2023 | Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Gujarati, Punjabi |
বৃহস্পতিবার | মার্চ 16, 2023 | English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English |
শুক্রবার | মার্চ 17, 2023 | # Health Care, # Automobile, #Organized Retailing, #Security, #IT and ITES, # Electronics, # Tourism & Hospitality, # Plumbing, # Construction, #Apparel, #Beauty and Wellness, #Agriculture, #Power – VOCATIONAL SUBJECTS |
শনিবার | মার্চ 18, 2023 | Biological Science, Business Studies, Political Science |
সোমবার | মার্চ 20, 2023 | Mathematics, Psychology, Anthropology, Agronomy, History |
মঙ্গলবার | মার্চ 21, 2023 | Computer Science, Modern Computer Application, Environmental Studies, #Health & Physical Education |
বুধবার | মার্চ 22, 2023 | Commercial Law and Preliminaries of Auditing, Philosophy, Sociology |
বৃহস্পতিবার | মার্চ 23, 2023 | Physics, Nutrition, Education, Accountancy |
শুক্রবার | মার্চ 24, 2023 | Economics |
শনিবার | মার্চ 25, 2023 | Chemistry, Journalism & Mass Communication, Sanskrit, Persian, Arabic, French |
সোমবার | মার্চ 27, 2023 | Statistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management |
2023 উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরন সম্পর্কিত FAQs (West Bengal HS Exam Pattern 2023 FAQs) :
উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরন (HS Exam Pattern) সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিচে দেওয়া হল:
Q.1. উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস নম্বর কত?
Ans: WBCHSE উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বিষয়ের জন্য পাস নম্বর এবং মোট নম্বর 30%। একজন পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ে লিখিত হোক বা প্রোজেক্ট, মোট নম্বরের 30% পেতে হবে।
Q.2. HS পরীক্ষায় কতক্ষণ সময় দেওয়া হয়?
Ans: WBCHSE উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 3 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া হয়।
Q.3 2023 উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে ?
Ans: আগামী বছর WBCHSE-এর ঘোষণা অনুসারে মার্চ 14, 2023 তারিখে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং মার্চ 27, 2023 তারিখে পরীক্ষা শেষ হবে।
Q.4 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য স্টাডি প্ল্যান কীভাবে তৈরি করব ?
Ans: প্রথমেই যা করতে হবে তা হল উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস 2023 সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে হবে। মাস অনুযায়ী সিলেবাস চিহ্নিত করে সাজিয়ে নিতে হবে এবং নিজের সুবিধা মত একটি সময়সূচি বানিয়ে ফেলে রোজ সময়সূচি অনুসরণ করে নিয়মিতভাবে অধ্যয়ন করতে হবে।
Q.5. উচ্চমাধ্যমিক ২০২৩ পরীক্ষা কি সংক্ষিপ্ত সিলেবাসের উপর নেওয়া হবে?
Ans: না, এই ধরনের কোনও তথ্য প্রকাশিত হয়নি। তাই, শিক্ষার্থীদের উচিত সম্পূর্ণ সিলেবাস অনুসরণ করেই উচ্চমাধ্যমিক 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া।
Q.6. উচ্চমাধ্যমিক পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারব?
Ans: না, পরীক্ষার হলে ক্যালকুলেটর নিয়ে ঢোকা বা ব্যবহার করা নিষেধ।
Q.7. উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি কঠিন?
Ans: 10+2 বা উচ্চমাধ্যমিক পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা যার উপর শিক্ষার্থী ভবিষ্যতে কী নিয়ে পড়শোনা করবে তা নির্ভর করে। সুতরাং, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য সুপরিকল্পিতভাবে অধ্যয়ন করা প্রয়োজন।
Q.8. 2023 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন কোথা থেকে ডাউনলোড করব?
Ans: WBCHSE অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in/ থেকে উচ্চমাধ্যমিক 2023 রুটিন ডাউনলোড করতে পারবে। অথবা আমাদের উচ্চমাধ্যমিক 2023 রুটিন সম্পর্কিত নিবন্ধটি পড়ো।
এই নিবন্ধে উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরন 2023 (West Bengal HS Exam Pattern 2023) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেবে। আশা করি এটি সকল পরীক্ষার্থীর জন্য সহায়ক হবে। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরন 2023 (West Bengal HS Exam Pattern 2023) সম্পর্কিত লেটেস্ট খবর এবং আপডেট পাওয়ার জন্য Embibe এর সাথে যুক্ত থাকো।
Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।