• লেখক Mahul Bhattacharyya
  • শেষবারের মত পরিবর্তন করা হয়েছিল 29-08-2022

উচ্চমাধ্যমিক 2023 বিজ্ঞপ্তি: পরীক্ষার্থীদের সুবিধার্থে জরুরী কিছু তথ্য

img-icon

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE) পশ্চিমবঙ্গ বোর্ডের দ্বাদশ শ্রেণীর উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। পশ্চিমবঙ্গ বোর্ডের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নথিভুক্ত শিক্ষার্থীরা এই পরীক্ষাটি দিতে পারে। 2022 সালে প্রায় 8.5 লক্ষ শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বিভিন্ন পেশা যেমন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, আইন ইত্যাদি বেছে নিতে সাহায্য করে। তাই উচ্চমাধ্যমিক সংক্রান্ত প্রতিটি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন  সম্পর্কে শিক্ষার্থীদের অবগত থাকা খুবই জরুরী। 

উচ্চ মাধ্যমিক 2023 পরীক্ষা সম্পর্কিত সাম্প্রতিক বিজ্ঞপ্তি বা নোটিশগুলি আমরা এই নিবন্ধে একত্রিত করে তুলে ধরার চেষ্টা করছি, তার আগে উচ্চ মাধ্যমিক সংক্রান্ত কিছু সাধারণ তথ্য জেনে নেওয়া যাক।

উচ্চমাধ্যমিক পরীক্ষা  (West Bengal Board Higher Secondary Examination) সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

বিষয় বিবরণ
সম্পূর্ণ পরীক্ষার নাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা (West Bengal Board Higher Secondary Examination)
পরীক্ষার সংক্ষিপ্ত নাম HS Exam
সংস্থা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education – WBCHSE)
প্রতিষ্ঠার বছর 1975
পরিচালনার সময় অন্তর বছরে একবার
পরীক্ষার সময়সীমা 3 ঘন্টা 15 মিনিট
অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in

উচ্চমাধ্যমিক পরীক্ষা 2023 সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি/নোটিফিকেশন (Higher Secondary Examination Important Notifications)

  • West Bengal Council of Higher Secondary Education বা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, 10ই জুন, 2022 তারিখে উচ্চমাধ্যমিক পরীক্ষা 2023 এর রুটিন বা পরীক্ষাসূচী প্রকাশ করেছে। WBCHSE রুটিন 2023 সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbchse.nic.in/html/index.html -এ পাওয়া যাচ্ছে।  উচ্চ মাধ্যমিক পরীক্ষা 14 থেকে 27 মার্চ, 2023 পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রুটিন 2023-এ পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং পরীক্ষার দিনের নির্দেশাবলী রয়েছে। WBCHSE রুটিন 2023 অনুযায়ী শিক্ষার্থীদের কৌশলগত উপায়ে ক্লাস 12th উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক 2023 পরীক্ষার তারিখ এবং পরীক্ষার দিনের নির্দেশিকাগুলি নীচে দেওয়া হল-

  • প্রতিদিন একটি মাত্র পেপারের পরীক্ষা নেওয়া হবে, সকাল 10টা থেকে দুপুর 1.15 পর্যন্ত পরীক্ষা চলবে। প্রশ্নপত্র পড়া এবং উত্তর লেখার সময় অন্তর্ভুক্ত করেই পরীক্ষার মোট সময়সীমা 3 ঘন্টা 15 মিনিট।
  • স্বাস্থ্য ও শারীরশিক্ষা, ভিস্যুয়াল আর্টস, সঙ্গীত ও ভোকেশনাল বিষয়গুলির জন্য পরীক্ষার সময়সীমা হবে 2 ঘন্টা।
  • সমস্ত প্র্যাক্টিকাল পরীক্ষাগুলি 5 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর, 2022 তারিখের মধ্যে নেওয়া হবে। প্র্যাক্টিকাল পরীক্ষা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতেই নেওয়া হবে এবং এর নম্বর উচ্চ মাধ্যমিকের থিয়োরি পরীক্ষার সাথে সরাসরি যোগ করা হবে।
  • আপতকালীন পরিস্থিতিতে সংসদ চাইলে পরীক্ষাসূচী পরিবর্তন করতে পারে, সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে। 

নিচের চিত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত তারিখ ও সময়সূচি দেওয়া হল।

 চিত্র : 1
  • 8 জুলাই, 2022 তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে, একাদশ শ্রেণির 2023 সালের বাৎসরিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023 পরীক্ষার সিলেবাস/পাঠ্যসূচী সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি তাপস কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন যে  2023 সালের একাদশ শ্রেণির বাৎসরিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের ওপরে হবে। সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাসটি উপলব্ধ।

প্রসঙ্গত, করোনার কারণে 2020 সালের পরীক্ষায় মাধ্যমিকের বেশ কয়েকটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, টেস্টের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত ফল তৈরী করা হয়েছিল। 2021 ও 2022 সালে পরীক্ষা হলেও করোনার প্রকোপে দীর্ঘ সময় পঠনপাঠন বন্ধ থাকায় সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পরীক্ষা নেওয়া হয়। এমনকী পরীক্ষার্থীরা হোম সেন্টারেই পরীক্ষা দিয়েছিল। তারপরেও 11% পরীক্ষার্থী অসফল হয়। 2023 সালে করোনার প্রকোপ কমায় এবং স্কুলগুলিতে পুরোদমে পঠনপাঠন শুরু হওয়ায়, একাদশ ও দ্বাদশ, দুই শ্রেণির পরীক্ষা পদ্ধতিতেই বদল আসছে। আগামী শিক্ষাবর্ষ 2023 সালে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে নয়, পরীক্ষার্থীদের আগের মতো অন্য স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে এবং সংসদ জানিয়েছে পূর্ণাঙ্গ সিলেবাসের ওপর পরীক্ষা হবে ধরে নিয়েই প্রস্তুতি নেওয়া উচিত শিক্ষক ও ছাত্রছাত্রীদের। পরে যদি করোনা পরিস্থিতি বদলায় তাহলে সিদ্ধান্ত বদল করা হতে পারে। সেক্রেটারি তাপস কুমার মুখোপাধ্যায় আরও জানিয়েছেন যে প্রশ্নের ধরন ও প্রশ্নের মান কিরকম হবে তা শীঘ্রই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

নিচে তোমাদের বোঝার সুবিধার্থে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা জারি করা বিজ্ঞপ্তিটি দেওয়া হল (চিত্র:2)।

চিত্র:2

উচ্চমাধ্যমিক পিপিআর পিপিএস 2022 ফলাফল (Higher Secondary PPR PPS 2022 Result)

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এর সেক্রেটারী তাপস কুমার মুখোপাধ্যায় 14ই জুন, 2022 তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পিপিআর পিপিএস সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেন যেখানে গুরুত্বপূর্ণ তারিখগুলি সম্পর্কে পরীক্ষার্থীদের অবগত করা হয়েছে। যদিও এই নির্দেশিকাটি 2022 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, কিন্তু আগামী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরাও এই নির্দেশিকা থেকে পিপিআর পিপিএস (PPR/PPS) এর পদ্ধতি, আবেদন করার আনুমানিক সময়সীমা, ফলাফলের সময় ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এই নির্দেশিকায় বলা হয়েছিল- 

  •  অনলাইনে https://wbchse.nic.in ওয়েবসাইটের মাধ্যমে পিপিআর পিপিএস (PPR/PPS) এর আবেদন করার সময়সীমা ছিল 20 জুন থেকে 5 জুলাই, 2022 পর্যন্ত। পিপিআর পিপিএস এর জন্য অনলাইন মাধ্যম ছাড়া কোনো আবেদন গ্রাহ্য হয় না।
  • পরীক্ষার্থীদের জানানো হয়েছে যে তারা যেন একসাথে পিপিআর পিপিএস (PPR/PPS) এবং আরটিআই (RTI) এর জন্য আবেদন না করে, তাহলে পিপিআর পিপিএস (PPR/PPS) ফলাফল প্রকাশে জটিলতা সৃষ্টি হতে পারে এবং ফলাফল বিলম্বিত হতে পারে। শিক্ষার্থীরা যদি চায় পিপিআর পিপিএস (PPR/PPS) ফলাফল প্রকাশের পর তারা সন্তুষ্ট না হলে আরটিআই (RTI) এর জন্য আবেদন করতে পারে।
  • শিক্ষার্থীরা চাইলে আরটিআই (RTI) অ্যাক্ট অনুসারে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের 6 মাসের মধ্যে উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন করতে পারে।
  • উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এর তরফে জানানো হয়েছিল যে তারা যত তাড়াতাড়ি সম্ভব পিপিআর পিপিএস (PPR/PPS) ফলাফল প্রকাশের ব্যবস্থা করবে এবং শিক্ষার্থীরা তার পরে আরটিআই (RTI) এর আবেদন করতে পারে।

 নিচে তোমাদের বোঝার সুবিধার্থে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা জারি করা বিজ্ঞপ্তিটি দেওয়া হল (চিত্র:3)।

চিত্র:3
  • 26 জুলাই, 2022 তারিখে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) পিপিআর পিপিএস (PPR/PPS) ফলাফল সংক্রান্ত আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে ফলাফল প্রকাশের দিন এবং পরিবর্তিত মার্কশীট এবং সার্টিফিকেট সংগ্রহ করার পদ্ধতি সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবগত করা হয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয় পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পোষ্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPR/PPS) ফলাফল প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জানানো হয় যে 1লা আগস্ট, 2022 থেকে তাঁরা রিজিওনাল অফিস থেকে অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে সংশোধিত মার্কশীট বা সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন। 
  • পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয় যে পিপিআর পিপিএস (PPR/PPS) এর পর যদি তাদের রেজাল্টে পরিবর্তন হয়, তারা তাদের পুরোনো মার্কশীট এবং সার্টিফিকেট জমা করে স্কুল থেকে নতুন মার্কশীট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারে।
  • এছাড়াও পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট https://wbchseppsppr.org এ গিয়ে পিপিআর পিপিএস (PPR/PPS) ফলাফল দেখতে পারে।

পিপিআর পিপিএস 2022 ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি বা নোটিশটি নিচে দেওয়া হল (চিত্র:4)।

চিত্র:4

উচ্চমাধ্যমিক মার্কশীট ও সার্টিফিকেট বিতরণ সম্পর্কিত বিজ্ঞপ্তি (Higher Secondary Marksheet and Certificate Distribution Notification)

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এর সেক্রেটারী তাপস কুমার মুখোপাধ্যায় 15ই জুন, 2022 তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট সংগ্রহ সম্পর্কিত কিছু নির্দেশিকা দিয়েছেন। এই বিজ্ঞপ্তিটি 2022 সালের কিন্তু এই তথ্যগুলি থেকে আগামী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরাও লাভবান হবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে – 

  • উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশীট, সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ফলপ্রকাশের দিনেই 51টি ডিস্ট্রিবিউশন সেন্টার এবং 4টি রিজিওনাল অফিসে পাঠানো হয়েছে যেখান থেকে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এগুলি সংগ্রহ করতে পারবে।
  • সমস্ত উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলির প্রধানদের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে যে তাঁরা যেন অনুমোদিত প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন ক্যাম্পগুলি থেকে প্রোটোকল মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কশীট ও সার্টিফিকেট সংগ্রহ করেন। 20 জুন, 2022 সকাল 11টা থেকে ডিস্ট্রিবিউশন ক্যাম্পগুলি থেকে মার্কশীট ও সার্টিফিকেট বিতরণ করা হবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ওই একই দিনে তা পরীক্ষার্থীদের নামে ইস্যু করতে হবে।

কলকাতা, উত্তরবঙ্গ, মেদিনীপুর এবং বর্ধমান এই চারটি রিজিওনাল অফিসের অধীনে 51টি ডিস্ট্রিবিউশন ক্যাম্পগুলিকে বন্টন করা হয়েছে । নিচে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) প্রকাশিত বিজ্ঞপ্তিটি এবং ডিস্ট্রিবিউশন ক্যাম্পগুলির নাম দেওয়া হল।

উচ্চমাধ্যমিক পরীক্ষা পরবর্তী সেন্ট্রাল স্কলারশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি (Notification for Central Scholarship Scheme for Post Higher Secondary Examination)

প্রতি বছরের মতো 2022 সালেও উচ্চমাধ্যমিক পরীক্ষা পরবর্তী পর্যায়ের উচ্চ শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে স্কলারশিপ প্রদান করা হয় তার জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) 27 জুলাই, 2022 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে সকল পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষা 2022 সালে টপ 20 পার্সেন্টাইল পেয়ে পাস করেছে তারা সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস  (Central Sector scheme of Scholarship for College and University Students) এর জন্য কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (National Scholarship Portal) এর মাধ্যমে আবেদন করতে পারে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে তারা https://scholarships.gov.in/  এর মাধ্যমে এই স্কিম সম্বন্ধিত সমস্ত তথ্য পেতে পারে এবং এই সাইটের মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে পারে। এই স্কলারশিপের জন্য আবেদন করা বা ফর্ম ফিলাপ করার শেষ দিন ছিল 31শে অক্টোবর, 2022।

সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস  (Central Sector scheme of Scholarship for College and University Students) সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য শিক্ষার্থীদের বা শিক্ষা প্রতিষ্ঠানের নোডাল অফিসারদের অনুরোধ করা হয়েছে তারা যেন এই স্কিমের স্টেট নোডাল অফিসার বা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) ডেপুটি সেক্রেটারীর সাথে dssenerall0wbchse.orq.in ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করেন।

এই স্কিমের স্কলারশিপের ধাপগুলি ভালোভাবে বোঝার জন্য নিচের টেবিলের তথ্যগুলি ভা

এই স্কিমের স্কলারশিপের ধাপগুলি ভালোভাবে বোঝার জন্য নিচের টেবিলের তথ্যগুলি ভালোভাবে লক্ষ্য করো-

উচ্চমাধ্যমিক পরীক্ষার বিজ্ঞপ্তি (West Bengal Board Higher Secondary Notifications) সংক্রান্ত জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (FAQs)

Q.1. 2023 HS সিলেবাস এবং ক্লাস 11 পরীক্ষার সিলেবাস কি কমানো হতে পারে?

Ans. 8 জুলাই, 2022 তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে 2023 সালের একাদশ শ্রেণির বাৎসরিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের ওপরে হবে। সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাসটি উপলব্ধ।

Q.2. 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হোম সেন্টারে দেওয়া যাবে?

Ans. 8 জুলাই, 2022 তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে আগামী শিক্ষাবর্ষ 2023 এ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে নয়, আগের মতো অন্য স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে।

Q.3. আমি কি একসাথে PPS এবং RTI এর জন্য আবেদন করতে পারি?

Ans. পরীক্ষার্থীদের জানানো হয়েছে যে তারা যেন একসাথে পিপিআর পিপিএস (PPR/PPS) এবং আরটিআই (RTI) এর জন্য আবেদন না করে, তাহলে পিপিআর পিপিএস (PPR/PPS) ফলাফল প্রকাশে জটিলতা সৃষ্টি হতে পারে এবং ফলাফল বিলম্বিত হতে পারে। শিক্ষার্থীরা যদি চায় পিপিআর পিপিএস (PPR/PPS) ফলাফল প্রকাশের পর তারা সন্তুষ্ট না হলে আরটিআই (RTI) এর জন্য আবেদন করতে পারে।

Q.4. HS 2023 এর রুটিন কোথায় দেখতে পাবো?

Ans. West Bengal Council of Higher Secondary Education বা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, 10ই জুন, 2022 তারিখে উচ্চমাধ্যমিক পরীক্ষা 2023 এর রুটিন বা পরীক্ষাসূচী প্রকাশ করেছে। WBCHSE রুটিন 2023 সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbchse.nic.in/html/index.html -এ পাওয়া যাচ্ছে। 

Q.5. উচ্চমাধ্যমিক 2022 এর PPR PPS রেসাল্ট কি বেরিয়ে গেছে?

Ans. 26 জুলাই, 2022 তারিখে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) পিপিআর পিপিএস (PPR/PPS) ফলাফল সংক্রান্ত আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে ফলাফল প্রকাশের দিন এবং পরিবর্তিত মার্কশীট এবং সার্টিফিকেট সংগ্রহ করার পদ্ধতি সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবগত করা হয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয় পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পোষ্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPR/PPS) ফলাফল প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জানানো হয় যে 1লা আগস্ট, 2022 থেকে তারা রিজিওনাল অফিস থেকে অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে সংশোধিত মার্কশীট বা সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন। 

এছাড়াও পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট https://wbchseppsppr.org এ গিয়ে পিপিআর পিপিএস (PPR/PPS) ফলাফল দেখতে পারে।

Q.6. উচ্চ মাধ্যমিক 2023 এর প্র্যাক্টিকাল পরীক্ষা কবে হবে?

Ans. উচ্চমাধ্যমিক 2023 এর সমস্ত প্র্যাক্টিকাল পরীক্ষাগুলি 5 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর, 2022 তারিখের মধ্যে নেওয়া হবে। প্র্যাক্টিকাল পরীক্ষা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতেই নেওয়া হবে এবং এর নম্বর উচ্চ মাধ্যমিকের থিয়োরি পরীক্ষার সাথে সরাসরি যোগ করা হবে।

Q.7. উচ্চ মাধ্যমিক এর পর কোনো স্কলারশিপ পেতে পারি কি?

Ans. যে সকল পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022 সালে টপ 20 পার্সেন্টাইল পেয়ে পাশ করেছে তারা সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস  (Central Sector scheme of Scholarship for College and University Students) এর জন্য কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (National Scholarship Portal)  https://scholarships.gov.in/  এর মাধ্যমে এই স্কিমের জন্য আবেদন করতে পারে।

এই নিবন্ধে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023  (উচ্চ মাধ্যমিক পরবর্তী)  (West Bengal Board Higher Secondary Question Papers) সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এটি সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সহায়ক হবে। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র 2023 ( HS Exam Centre 2023 ) সম্পর্কিত লেটেস্ট খবর এবং আপডেট পাওয়ার জন্য Embibe এর সাথে যুক্ত থাকো।

Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।

Embibe-এর 3D লার্নিং, বইয়ের থেকে প্র্যাক্টিস, টেস্ট এবং ডাউট রেজোলিউশানের মাধ্যমে তোমার বেস্টটা অ্যাচিভ করো