
উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন 2023: বিস্তারিতভাবে জেনে নাও
August 16, 2022উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2023 (WB HS Question Paper 2023) নিবন্ধটি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা প্রশ্নের ধরন, নম্বর বিভাজন, প্রশ্নপত্র সংক্রান্ত নির্দেশাবলী বিস্তারিতভাবে জেনে নিতে পারবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE) পশ্চিমবঙ্গ বোর্ডের দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। পশ্চিমবঙ্গ বোর্ডের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নথিভুক্ত শিক্ষার্থীরা এই পরীক্ষাটি দিতে পারে। 2022 সালে প্রায় 7.5 লক্ষ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বিভিন্ন পেশা যেমন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, আইন ইত্যাদি বেছে নিতে সাহায্য করে। তাই পরীক্ষা প্রস্তুতির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র (West Bengal Board Higher Secondary Question Papers) সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে জানার আগে, উচ্চ মাধ্যমিক সংক্রান্ত কিছু সাধারণ তথ্য জেনে নেওয়া যাক।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসটি বিদ্যাসাগর ভবন, সল্টলেক, সেক্টর ২ এ অবস্থিত। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সংসদ পরিচিতিতে বাংলা ভাষায় নির্দেশিকা প্রকাশ করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার কাজে শিক্ষক এবং শিক্ষাকর্মীসহ বিভিন্ন স্তরের কর্মচারীরা যুক্ত থাকেন।
বিষয় | বিবরণ |
---|---|
সম্পূর্ণ পরীক্ষার নাম | উচ্চ মাধ্যমিক পরীক্ষা (West Bengal Board Higher Secondary Examination) |
পরীক্ষার সংক্ষিপ্ত নাম | HS Exam |
সংস্থা | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education – WBCHSE) |
প্রতিষ্ঠার বছর | 1975 |
পরিচালনার সময় অন্তর | বছরে একবার |
পরীক্ষার সময়সীমা | 3 ঘন্টা 15 মিনিট |
অফিসিয়াল ওয়েবসাইট | wbchse.nic.in |
WB উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিম্নলিখিত নম্বরের স্কিম চালু করেছে, নতুন সিলেবাসের উপর ভিত্তি করে বিজ্ঞান বিষয়গুলির প্রশ্নপত্রের নম্বর বিতরণ দেখানো হল। কলা ও বাণিজা বিভাগের প্রশ্নপত্রের নম্বরের বিভাজনগুলিও আমরা খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করব।
উচ্চ মাধ্যমিক গণিত পরীক্ষার প্রশ্নের বিভাজন-
WB HS Mathematics Question Pattern WB HS গণিত প্রশ্নপত্রের ধরন |
|
---|---|
পরীক্ষার সময়সীমা | 3 Hours 15 Minutes |
অভ্যন্তরীন নম্বর/ইন্টারনাল মার্কস | 20 Marks |
লিখিত/থিওরি নম্বর | 80 marks |
মোট প্রশ্নের সংখ্যা | 30 |
MCQ (প্রতিটি 1 নম্বর) | 10 |
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (প্রতিটি 2 নম্বর ) | 7 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 4 নম্বর ) | 9 |
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি 5 নম্বর করে) | 4 |
WB HS পদার্থবিদ্যা প্রশ্নের ধরন-
WB HS Physics Question Pattern WB HS পদার্থবিদ্যা প্রশ্নপত্রের ধরন |
|
---|---|
পরীক্ষার সময়সীমা | 3 Hours 15 Minutes |
ব্যবহারিক/প্র্যাক্টিকাল | 30 Marks |
লিখিত/থিওরি নম্বর | 70 marks |
মোট প্রশ্নের সংখ্যা | 35 |
MCQ (প্রতিটি 1 নম্বর) | 14 |
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (প্রতিটি 1 নম্বর ) | 04 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 2 নম্বর) | 05 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 3 নম্বর) | 09 |
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি 5 নম্বর করে) | 03 |
WB HS রসায়নবিদ্যা প্রশ্নের ধরন-
WB HS Chemistry Question Pattern WB HS রসায়নবিদ্যা প্রশ্নপত্রের ধরন |
|
---|---|
পরীক্ষার সময়সীমা | 3 Hours 15 Minutes |
ব্যবহারিক/প্র্যাক্টিকাল | 30 Marks |
লিখিত/থিওরি নম্বর | 70 marks |
মোট প্রশ্নের সংখ্যা | 35 |
MCQ (প্রতিটি 1 নম্বর) | 14 |
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (প্রতিটি 1 নম্বর ) | 04 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 2 নম্বর) | 05 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 3 নম্বর) | 09 |
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি 5 নম্বর করে) | 03 |
WB HS জীববিদ্যা প্রশ্নের ধরন
WB HS Biology Question Pattern WB HS জীববিদ্যা প্রশ্নপত্রের ধরন |
|
---|---|
পরীক্ষার সময়সীমা | 3 Hours 15 Minutes |
ব্যবহারিক/প্র্যাক্টিকাল | 30 Marks |
লিখিত/থিওরি নম্বর | 70 marks |
মোট প্রশ্নের সংখ্যা | 35 |
MCQ (প্রতিটি 1 নম্বর) | 14 |
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (প্রতিটি 1 নম্বর ) | 04 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 2 নম্বর) | 05 |
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি 3 নম্বর) | 09 |
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি 5 নম্বর করে) | 03 |
m
Q.1. উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কী কী ভাষায় পাবো?
Ans. পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু সহ বিভিন্ন ভাষায় উপলব্ধ।
Q.2. Higher Secondary 2023 একটি বিষয়ের প্রশ্নপত্রে কটি বিভাগ থাকবে?
Ans. উচ্চ মাধ্যমিকে (XII)-এ থিয়োরি বিভাগে দুটি অংশ থাকে, Part-A এবং Part-B। Part-A তে Traditional ধরনের প্রশ্ন থাকে, কিন্তু Part-B প্রশ্নপত্রটি Question cum Answer Type Booklet হয় যেখানে মূলত প্রতিটি 1 নম্বরের MCQ (Multiple Choice Question) এবং SAQ (Short Answer Type Question) প্রশ্ন থাকে।
Q.3. আমি কি Part-A এর আগে Part-B এর উত্তর করতে পারি?
Ans. উচ্চ মাধ্যমিকের Part-B প্রশ্নপত্রটি, Part-A এর পরে দেওয়া হয় কারণ এটি একটি নির্দিষ্ট সিরিজ অনুযায়ী সাজানো থাকে, তাই তোমাকে Part-A আগে উত্তর করে নিতে হবে।
Q.4. HS 2023 এর মডেল প্রশ্ন পাওয়া যায় কি?
Ans. হ্যাঁ, তুমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbchse.nic.in থেকে এটি ডাউনলোড করতে পারো।
Q.5. HS 2023 এর আগের বছরের প্রশ্ন কোথায় পেতে পারি?
Ans. বিগত বছরগুলিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে তুমি সরাসরি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারো। এছাড়া পর্ষদের অফিসের সেলস কাউন্টার থেকেও তুমি বিগত বছরগুলির প্রশ্ন সংগ্রহ করতে পারো।
Q.6. উচ্চ মাধ্যমিক MCQ তে নেগেটিভ মার্কিং থাকে কি?
Ans. না, পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের MCQ-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না।
Q.7. উচ্চ মাধ্যমিক নতুন ও পুরোনো সিলেবাসের জন্য কি আলাদা প্রশ্ন হয়?
Ans. প্রতিবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একইসাথে নেওয়া হয় পুরোনো ও নতুন সিলেবাসের (Old and New Syllabus) ওপর। পুরোনো সিলাবাসের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষার্থীরা ইতিমধ্যেই অবগত রয়েছে এবং সেই একই ধরনের প্রশ্নপত্র 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ব্যবহার করা হবে। নতুন সিলেবাসের জন্য 2018 এর পদ্ধতি অনুসারে পরীক্ষা গ্রহন করা হবে।
এই নিবন্ধে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন (West Bengal Board Higher Secondary Question Papers) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি এটি সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সহায়ক হবে। তোমাদের কোনও ডাউট থাকলে, নিচে কমেন্ট করতে পারো। আমরা তোমার সমস্ত ডাউটের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র 2023 ( HS Exam Centre 2023 ) সম্পর্কিত লেটেস্ট খবর এবং আপডেট পাওয়ার জন্য Embibe এর সাথে যুক্ত থাকো।
Embibe-এর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।